মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৯:১২ পিএম, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ আপডেট: ১০:১২ পিএম, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করা এবং বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টার অভিযোগে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ছাত্রলীগের এক নেতা। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এই আবেদন করা হয়।
মামলার আবেদনকারী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার। জুলিয়াস সিজার এসএম হল ছাত্র সংসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস)। তিনি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।
মামলার আবেদনে জুলিয়াস সিজার তালুকদার বলেছেন, ৫ ডিসেম্বর বেলা সাড়ে তিনটার সময় তিনি এসএম হলে বসে নাহিদরেইনস পিকচারস নামের একটি ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান কর্তৃক বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক একটি ভিডিও ক্লিপ দেখতে পান। সেখানে দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করেন। ওই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টাও করেন তিনি। ওই ন্যক্কারজনক বক্তব্য ফেসবুকে ছড়িয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিকভাবে হেয় করা হয়েছে।
লিখিত অভিযোগের সঙ্গে সিডি ও পেনড্রাইভে মুরাদ হাসানের সেই ভিডিও ক্লিপের একটি কপি এবং ফেসবুক পেজের স্ক্রিনশট যুক্ত করেন জুলিয়াস সিজার তালুকদার। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, তাঁরা অভিযোগটি পেয়েছেন। এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তাদের মতামত পাওয়ার পরে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের করা অশ্লীল মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছিল। এর মধ্যে গত রোববার রাতে ফেসবুকে তাঁর সঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহি ও ইমনের একটি কল রেকর্ড ফাঁস হয়। সেখানে মুরাদ হাসানকে চিত্রনায়িকার সঙ্গে ‘অশ্লীল’ কথাবার্তা বলতে শোনা যায়। এ ঘটনার পর মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণের দাবি জোরালো হয়। এরপর গতকাল সন্ধ্যায় তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মুরাদ হাসান।