মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় লেখকদের ভূমিকা পালনের আহ্বান
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৬:০১ এএম, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় লেখক-কবি-সাহিত্যিকদের ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বাংলাদেশ প্রগতি লেখক সংঘের দ্বিতীয় জাতীয় সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।
‘চির উন্নত মম শির’ এ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করেন ভাষা সংগ্রামী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক কামাল লোহানী।
উদ্বোধনী বক্তব্যে কামাল লোহানী বলেন, এমন এক সময় প্রগতি লেখক সংঘের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন দেশে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা অনেকটা হারিয়ে যেতে বসেছে। প্রগতিশীল লেখকদের মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় মূলনীতি রক্ষায় অগ্রসর ভূমিকা পালন করতে হবে।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কার্যকরী সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনুর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সফিউদ্দিন আহমেদ, জাপানের লেখক নাওমি ওয়াতানাবে, ভারতের লেখক সুনীত কান্তি পালিধি, তুরস্কের ইসমাইল আবকাস বক্তব্য রাখেন।