মাহি ফিরলেন ‘অন্ধকার জগত’ দিয়ে
বিনোদন ডেস্কঃ
প্রকাশিত: ০২:০২ এএম, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
দীর্ঘদিন পর রূপালি পর্দায় ফিরলেন অভিনেত্রী মাহিয়া মাহি। ছোট পর্দার অভিনেতা ডিএ তায়েবের বিপরীতে অভিনয় করা ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে শুক্রবার।
বদিউল আলম খোকনের পরিচালনা, এসজি প্রোডাকশনের প্রযোজনা এবং কমল সরকারের কাহিনী ও চিত্রনাট্যে এ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, মৌমিতা মৌ, আনহা তামান্না, আলেকজান্ডার বো প্রমুখ।
অন্ধকার জগত’ ছবিটি দেশের ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সর্বশেষ ঈদুল ফিতরে মাহির অভিনীত ‘জান্নাত’ ও ‘মনে রেখো’ নামের দুটি সিনেমা মুক্তি পাবার পর প্রায় এক বছর নতুন কোন চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।
