ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে ফুলবাড়ী সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৯:০৪ পিএম, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
ভারতের পশ্চিমবঙ্গের জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারসহ মোট ৯১টি আসনে বৃহস্পতিবার লোকসভার প্রথম দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনকে ঘিরে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কঠোর নিরাপত্তা জোড়দার করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের জাতীয় নির্বাচন উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে রাত-দিন চব্বিশ ঘণ্টা সীমান্ত জুড়ে বিজিবির বিশেষ টহল
জোড়দার করা হয়েছে। টহল সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে। নির্বাচনকে ঘিরে দুই দেশের নাগরিক যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য বিজিবির বিশেষ টহল বাড়ানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের নায়েক সুবেদার জয়েন উদ্দিন ভারতের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে বিজিবির বিশেষ টহল জোড়দারের বিষয়টি নিশ্চিত করেছেন।
