ঢাকা, শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি


পড়াশুনা ডেস্কঃ

প্রকাশিত:   ০৫:১২ পিএম, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১   আপডেট:   ০৫:১২ পিএম, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১  
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন।

প্রকাশিত ফলাফলে ‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ইত্তাসুম মাহমুদ আদিব। ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থী মো. সজীব ইসলাম এবং ‘গ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ফারহানা খানম।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ৩৫ হাজার ৭৯২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ক ইউনিটে ২০ হাজার ৫৬৮ জন, খ ইউনিটে ৯ হাজার ৩২২ জন এবং গ ইউনিটে ৫ হাজার ৯০২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। প্রতি আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৫।
৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত প্রথম তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে। ক্লাস শুরু হবে আগামী ২৩ জানুয়ারি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার মো. মুহসিন উদ্দীন, ভর্তিসংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির আহ্বায়ক নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তরের পরিচালক রাহাত হোসাইন, সদস্যসচিব ও সিএসই বিভাগের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, সদস্য ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. ইরফান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সামসুদ্দোহা, সিএসই বিভাগের প্রভাষক মো. রাশিদ আল আসিফ।

শিক্ষা থেকে আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফলাফল ভর্তি পরীক্ষা

আপনার মন্তব্য লিখুন...