Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
ঢাকা, বুধবার, ২২ মার্চ, ২০২৩  |  Wednesday, 22 March 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

ব্রিটিশ রাজবধূর পরনে বাংলাদেশের পোশাক


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৩:০৪ এএম, রবিবার, ১০ এপ্রিল ২০২২   আপডেট:   ০৩:০৪ এএম, রবিবার, ১০ এপ্রিল ২০২২  
ব্রিটিশ রাজবধূর পরনে বাংলাদেশের পোশাক
ব্রিটিশ রাজবধূর পরনে বাংলাদেশের পোশাক

শুধু ব্রিটিশ রাজবধূ হিসেবেই নয়, ফ্যাশন মোমেন্ট তৈরির জন্যও বিখ্যাত দ্য ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। বিশ্বের সেরা ডিজাইনাররা তার জন্য পোশাক তৈরি করেন। সেই রাজবধূ এবার জনসম্মুখে এলেন বাংলাদেশের গার্মেন্টের তৈরি প্যান্ট পরে। বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের সর্বোচ্চ ফ্যাশন সোসাইটিতে পৌঁছে যাচ্ছে, এটি তাদের জন্য অত্যন্ত আনন্দের।  

এই ‘জি–স্টার’ প্যান্টটি তৈরি করেছে বাংলাদেশি গার্মেন্ট এমবিএ গ্রুপ। তৈরি পোশাকের এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান। বর্তমানে এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ওয়াশিম রহমানের নেতৃত্বে পথ চলছে দেশের প্রথম সারির এ গার্মেন্ট প্রতিষ্ঠান। 

ব্রিটিশ রাজবধূ বাংলাদেশের তৈরি প্যান্ট পরে জনসম্মুখে আসার মুহূর্তটি উদ্‌যাপনে বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, ‘আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের গর্ব, আর্থসামাজিক চিত্রবদলের জাদুকাঠি। লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই তৈরি পোশাকশিল্প। দারিদ্র্য দূরীকরণ ছাড়াও নারীর ক্ষমতায়ন, কন্যাশিশুর শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশকে বিশ্বের সামনে তৈরি পোশাকের প্রথম সারির ব্র্যান্ড হিসেবে তুলে ধরেছে।’  

গার্মেন্টস শিল্পে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ১৬০টি দেশে পোশাক রপ্তানি করে বিশ্ববাজারে বাংলাদেশ শক্ত ভিত গড়েছে। পণ্য রপ্তানিচিত্রের পাশাপাশি দেশের অর্থনীতির চেহারাই বদলে দিয়েছে তৈরি পোশাক খাত। পাটকে হটিয়ে পণ্য রপ্তানির শীর্ষস্থান দখল করেছে পণ্যটি। পাঁচ দশকের ব্যবধানে রপ্তানি আয় ৯৬ গুণ বেড়েছে। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগলাইনটি বাংলাদেশের গর্ব। বছরের পর বছর ধরে প্রতিষ্ঠিত এই ট্যাগলাইন বিশ্বকে জানান দেয়, মানের সঙ্গে আপস করে না বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। 

জীবন-যাপন থেকে আরও পড়ুন

ফ্যাশন ব্রিটেন ব্রিটিশ সরকার পোশাক কেট মিডলটন প্রিন্স উইলিয়াম

আপনার মন্তব্য লিখুন...