ঢাকা, শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

ফরিদপুরে সাংসদের এপিএসের নেতৃত্ব থাকা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০১:০৮ এএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০   আপডেট:   ০১:০৮ এএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০  
ফরিদপুরে সাংসদের এপিএসের নেতৃত্ব থাকা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত
ফরিদপুরে সাংসদের এপিএসের নেতৃত্ব থাকা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ফরিদপুর যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল দল। সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার কারণে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসের নির্দেশে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, ২০১৮ সালের শুরুর দিকে ফরিদপুরে জেলা যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রধান ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ ও সাবেক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এএইচএম ফোয়াদ।

দুজন যুগ্ম আহ্বায়ক ছিলেন স্বপন পাল ও সালেকিন রহমান। কমিটির সাধারণ সদস্য সংখ্যা ছিল ১৮। সদ্য বিলুপ্ত জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বপন পাল প্রথম আলোকে বলেন, ‘আমরা নিষ্ক্রিয় ছিলাম না। আমরা সব কর্মসূচি সঠিকভাবে পালন করেছি। বর্তমানে আমাদের জাতীয় শোক দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচি চলমান ছিল।’ কেন্দ্রীয় কমিটিকে ভুল তথ্য দিয়ে, ভুল বুঝিয়ে একটি স্বার্থান্বেষী মহল এ কাজ করিয়ে নিতে পারে বলে তাঁর অভিযোগ।

আপনার মন্তব্য লিখুন...