ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

প্রধান শিক্ষিকাকে মারধরকারী সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৮:০৪ এএম, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯    
প্রধান শিক্ষিকাকে মারধরকারী সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রধান শিক্ষিকাকে মারধরকারী সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বেড়ায় প্রধান শিক্ষিকা শামীম আক্তারকে মারধরকারী আওয়ামী লীগ নেতা নূর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে বেড়ার হাটুরিয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, গত মঙ্গলবার হাটুরিয়া জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা চলাকালীন সময়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সামনেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তারকে 


বেধড়ক মারধর করেন ওই বিদ্যালয়ের সভাপতি ও হাটুরিয়া-জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম। এ ঘটনায় ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীর কাছে একটি লিখিত অভিযোগ দেন ওই শিক্ষিকা।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি বেড়া উপজেলার মানবন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি বেড়া শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ জানান, অভিযুক্ত নূর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা করা হয়েছে।



আপনার মন্তব্য লিখুন...