ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

প্রতিষ্ঠানে ধূমপান করতে পারবেন না শিক্ষক


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১১:০৪ পিএম, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯    
প্রতিষ্ঠানে ধূমপান করতে পারবেন না শিক্ষক
প্রতিষ্ঠানে ধূমপান করতে পারবেন না শিক্ষক

শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ধূমপান থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে শিক্ষকদের। এমনকি বিদ্যালয়ের বাইরেও শিক্ষার্থীদের সামনে ধূমপান থেকে বিরত থাকতে হবে তাদের। বুধবার (২৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।  

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো কোনো শিক্ষক প্রচুর পরিমাণ পান, জর্দা ও গুল গ্রহণ করে শ্রেণিকক্ষে যান। 


এ অবস্থায় শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা কথা বলেন। এতে শিক্ষার্থীদের ভেতরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

শিখন-শিখানো কার্যক্রম পরিচালনার সময় কিংবা শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষক পান, জর্দা ও গুল গ্রহণ না করার জন্য অধিপ্তরের চিঠিতে নির্দেশনা দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...