ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

পুলিশের প্রশিক্ষণের জন্য ভারত থেকে দেশে এল ১৫টি ঘোড়া


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৫:০৩ পিএম, বুধবার, ১৫ মার্চ ২০২৩   আপডেট:   ০৫:০৩ পিএম, বুধবার, ১৫ মার্চ ২০২৩  
পুলিশের প্রশিক্ষণের জন্য ভারত থেকে দেশে এল ১৫টি ঘোড়া
পুলিশের প্রশিক্ষণের জন্য ভারত থেকে দেশে এল ১৫টি ঘোড়া

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণের জন্য ভারত থেকে ১৫টি ঘোড়া আমদানি করা হয়েছে। আজ বুধবার রাত নয়টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ঘোড়াগুলো বাংলাদেশে প্রবেশ করে।

ঘোড়াগুলোর মধ্যে ১১টি রাইডিং ও ৪টি প্রজননসক্ষম ঘোড়া। একই চালানে মোট ২০টি ঘোড়া আমদানি করা হবে। এর মধ্যে আজ ১৫টি এসেছে। অবশিষ্ট পাঁচটি ঘোড়া কাল বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করার কথা। ঘোড়াগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান ‘ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ’।

সিঅ্যান্ডএফ ও বন্দর সূত্রে জানা গেছে, আজ রাত নয়টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো যশোরের বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। ঘোড়াগুলো বেনাপোল বন্দর থেকে খালাসের কাজ করছে ‘মাধ্যম এন্টারপ্রাইজ’ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মীরা। রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে ভারতের কলকাতার ‘বিধাতা সাপ্লাইয়ার’।

ঘোড়া আসার বিষয়টি নিশ্চিত করে মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ঘোড়াগুলো আমদানি করেছে বাংলাদেশ পুলিশ। বন্দর থেকে খালাসের পর সেগুলো বেনাপোল বন্দর থেকে ঢাকার বছিলায় অস্থায়ী কোয়ারেন্টাইন ক্যাম্পে নিয়ে ২৮ দিন রাখা হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষার পর রাজারবাগ পুলিশ লাইনসে নেওয়া হবে।

সাজেদুর রহমান আরও বলেন, ১৫টি ঘোড়া ১ লাখ ৭০ হাজার ৯৭০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা। একই চালানে ২০ ঘোড়া আমদানি হবে। এর মধ্যে ১৫টি আজ ঢুকেছে। কাল বাকি পাঁচটি আসার কথা।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর থানা–পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

পুলিশ বেনাপোল প্রশিক্ষণ আমদানি যশোর খুলনা বিভাগ ঘোড়া সিঅ্যান্ডএফ

আপনার মন্তব্য লিখুন...