ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

ধর্ষণের হুমকি দেওয়া সফটওয়্যার প্রকৌশলী গ্রেপ্তার


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৭:১১ এএম, বুধবার, ১০ নভেম্বর ২০২১   আপডেট:   ০৭:১১ এএম, বুধবার, ১০ নভেম্বর ২০২১  
ধর্ষণের হুমকি দেওয়া সফটওয়্যার প্রকৌশলী গ্রেপ্তার
ধর্ষণের হুমকি দেওয়া সফটওয়্যার প্রকৌশলী গ্রেপ্তার

বিরাট কোহলির ১০ মাস বয়সী মেয়ে ভামিকা কোহলিকে ধর্ষণের হুমকি দেওয়ায় ২৩ বছর বয়সী এক সফটওয়্যার প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদ প্রবাসী রামনাগেস শ্রীনিবাস আকুবাথিনি নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির মেয়েকে ধর্ষণ করার মন্তব্য টুইট করেন। এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর দিল্লির নারী কমিশন (ডিসিডব্লিউ) দিল্লি পুলিশকে ঘটনাটি জানিয়ে নোটিশ পাঠায়। ডিসিডব্লিউর প্রধান স্বাতী মালিওয়াল টুইটারে এই তথ্য দিয়ে লিখেছেন, ‘যেভাবে মাত্র ৯ মাস বয়সের একটি মেয়েকে হুমকি দেওয়া হয়েছে, সেটা এককথায় লজ্জাজনক। এই দল আমাদের গর্বিত করেছে হাজার হাজার বার, হারের কারণে কেন তাদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে?’

ওদিকে মুম্বাই পুলিশ এরপর ২৩ বছর বয়সী রামনাগেসকে যৌন হয়রানি, ভীতি প্রদর্শন, মানহানি এবং অশ্লীল আচরণ প্রকাশ করার কারণে গ্রেপ্তার করে। এএফপিতে মুম্বাই পুলিশের এক সদস্য জানিয়েছেন, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারত ছিটকে পড়ার পর থেকেই অনলাইনে কড়া সমালোচনা শুনতে হচ্ছে কোহলিদের। পাকিস্তানের বিপক্ষে হারের পর ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে তাঁর ধর্ম নিয়েও কটূক্তি শুনতে হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

ধর্ষণ হুমকি প্রকৌশলী গ্রেপ্তার বিরাট কোহেলি আনুশকা

আপনার মন্তব্য লিখুন...