ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৫:০৩ পিএম, বুধবার, ৩০ মার্চ ২০২২   আপডেট:   ০৫:০৩ পিএম, বুধবার, ৩০ মার্চ ২০২২  
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবাদী গান, কবিতা ও পথনাটক পরিবেশনের মাধ্যমে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ করেছে গণসংস্কৃতি পরিষদ। আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।

গণসংস্কৃতি পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় প্রতিবাদী গান পরিবেশন করেন সৈয়দ তামজিদ ও তাঁর দল, মেহেদী হাসান, আলমগীর হোসেন, রোমান সিঙ্গার, এলাহী মাসুদ ও নিলয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন শৈবাল আদিত্য, ফয়সাল আহমেদ, জাহিদ আহসান ও শওকত হোসেন। আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন, তানজিদা ইসরাত ঋতু, আনিকা নার্গিস ও নুসরাত জাহান।

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির নেপথ্যের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিদ্রূপ করে শওকত হোসেনের পরিকল্পনায় ব্যঙ্গাত্মক পথনাটক ‘পদক’ পরিবেশন করা হয়। এতে অভিনয় করেন গণসংস্কৃতি পরিষদের নাট্যশিল্পীরা।

সাংস্কৃতিক এ প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংস্কৃতি পরিষদের উপদেষ্টা কাসেম মাসুদ, আবুল কালাম আজাদ, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব। প্রতিবাদ অনুষ্ঠানটি পরিচালনা করেন আবির আহমেদ।

জাতীয় থেকে আরও পড়ুন

রাজধানী ঢাকা দ্রব্যমূল্য বৃদ্ধি শাহবাগ প্রতিবাদ

আপনার মন্তব্য লিখুন...