ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

দুই সভাপতির নাটকে ভাই–বোন চরিত্রে মোশাররফ–জুঁই


বিনোদন ডেস্কঃ

প্রকাশিত:   ০৪:০৪ পিএম, শনিবার, ২ এপ্রিল ২০২২   আপডেট:   ০৪:০৪ পিএম, শনিবার, ২ এপ্রিল ২০২২  
দুই সভাপতির নাটকে ভাই–বোন চরিত্রে মোশাররফ–জুঁই
দুই সভাপতির নাটকে ভাই–বোন চরিত্রে মোশাররফ–জুঁই

দুই সভাপতি এবার এক হলেন ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটকে। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমকে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে ‘হোয়াট ইজ লাভ’ নাটকে।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। মোশাররফ করিম ও তাঁর স্ত্রী এ নাটকে ভাই–বোন চরিত্রে অভিনয় করেছেন। যেখানে মোশাররফ করিম প্রবাসী চরিত্রে অভিনয় করেন। সদ্য বিদেশ থেকে ফিরেছেন। নাটকে সালাহউদ্দিন লাভলুর চরিত্রের নাম রনি ভাই। 

ঘটনাচক্রে তাঁর বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে তিনি আর বিয়ে করেননি। পরিবেশের সেবায় নিজেকে পরিবেশবান্ধব মানুষ হিসেবে গড়ে তুলছেন। অন্যদিকে একই এলাকার ঘরজামাই অয়ন চৌধুরী। অয়নের এখন যে স্ত্রী, তাঁকে বিয়ে করার কথা ছিল রনি নামে আরেকজনের। এই চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম।

ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। আসছে ঈদে নাটকটি এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের কথা রয়েছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সারিকা সাবা, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজ প্রমুখ।

বিনোদন থেকে আরও পড়ুন

মোশাররফ করিম বাংলা নাটক সালাহউদ্দিন লাভলু শুটিং তারকা জুঁই টেলিভিশন

আপনার মন্তব্য লিখুন...