ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

তাসকিন ৭ বলে ৪ উইকেটে যার রেকর্ড ভেঙেছেন


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১২:০৩ এএম, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   আপডেট:   ১২:০৩ এএম, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩  
তাসকিন ৭ বলে ৪ উইকেটে যার রেকর্ড ভেঙেছেন
তাসকিন ৭ বলে ৪ উইকেটে যার রেকর্ড ভেঙেছেন

টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার টানা চার জয়। পাওয়ার প্লেতে সর্বোচ্চ। ৭ বলের মধ্যে তাসকিনের ৪ উইকেট। চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টিটা বাংলাদেশকে অনেকগুলো রেকর্ডই উপহার দিয়েছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার সর্বোচ্চ টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ দল। প্রথমবার ২০২১ সালে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার (৩ ম্যাচ) বিপক্ষে।

৮১
পাওয়ারপ্লেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ৭৬ রান, ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

২০৭/৫
টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। ৪ বল আগে খেলা না থামলে সর্বোচ্চ রানের রেকর্ডটাও হয়তো হয়ে যেত।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ

বিপক্ষভেন্যুসাল
২১৫/৫শ্রীলঙ্কাকলম্বো২০১৮
২১১/৪ওয়েস্ট ইন্ডিজমিরপুর২০১৮
২০৭/৫আয়ারল্যান্ডচট্টগ্রাম২০২৩
২০০/৩জিম্বাবুয়েমিরপুর২০২০
১৯৪/৫জিম্বাবুয়েহারারে২০২১

৯১
লিটন দাস ও রনি তালুকদারের জুটি, টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৯০ ছাড়ানো উদ্বোধনী জুটি আছে তিনটি।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ

রানওভারজুটিবিপক্ষভেন্যুসাল
১০২১৩.১নাঈম–সৌম্যজিম্বাবুয়েহারারে২০২১
৯২১০.২লিটন–তামিমজিম্বাবুয়েমিরপুর২০২০
৯১৭.১লিটন–রনিআয়ারল্যান্ডচট্টগ্রাম২০২৩

বাংলাদেশের ইনিংসে ছক্কা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন দুবার। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ও ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১২টি করে ছক্কা মেরেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

২৪
বাংলাদেশের জার্সিতে প্রথম ফিফটিটা ২৪ বলে করেছেন রনি তালুকদার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের তৃতীয় দ্রুততম।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটি

বলব্যাটসম্যানবিপক্ষভেন্যুসাল
২০মোহাম্মদ আশরাফুলওয়েস্ট ইন্ডিজজোহানেসবার্গ২০০৭
২১লিটন দাসভারতঅ্যাডিলেড২০২২
২৪মুশফিকুর রহিমশ্রীলঙ্কাকলম্বো২০১৮
২৪লিটন দাসওয়েস্ট ইন্ডিজলডারহিল২০১৮
২৪আফিফ হোসেনজিম্বাবুয়েমিরপুর২০১৯
২৪রনি তালুকদারআয়ারল্যান্ডচট্টগ্রাম২০২৩


তাসকিনের ৪/১৬

• আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের সেরা বোলিং। আগের সেরা ৪/২৫, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে।
• চট্টগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা সাকিব আল হাসানের ৩/৯, ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে।
• চট্টগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং। সেরা ৫/৩, ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের।

৭–৪
৭ বলের মধ্যে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম বলের মধ্যে ৪ উইকেট নেওয়ার রেকর্ড এটি। এর আগে দুবার ৮ বলের মধ্যে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব।

বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম বলে ৪ উইকেট

বলবোলারবিপক্ষভেন্যুসাল
তাসকিনআয়ারল্যান্ডচট্টগ্রাম২০২৩
সাকিবওয়েস্ট ইন্ডিজজোহানেসবার্গ২০০৭
সাকিবওমানধর্মশালা২০১৬


খেলা থেকে আরও পড়ুন

ক্রিকেট রেকর্ড সাকিব আল হাসান তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ ২০২৩ ক্রিকেট পরিসংখ্যান লিটন দাস রনি তালুকদার আয়ারল্যান্ড ক্রিকেট দল

আপনার মন্তব্য লিখুন...