তাসকিন ৭ বলে ৪ উইকেটে যার রেকর্ড ভেঙেছেন
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ১২:০৩ এএম, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ আপডেট: ১২:০৩ এএম, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার টানা চার জয়। পাওয়ার প্লেতে সর্বোচ্চ। ৭ বলের মধ্যে তাসকিনের ৪ উইকেট। চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টিটা বাংলাদেশকে অনেকগুলো রেকর্ডই উপহার দিয়েছে।
৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার সর্বোচ্চ টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ দল। প্রথমবার ২০২১ সালে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার (৩ ম্যাচ) বিপক্ষে।
৮১
পাওয়ারপ্লেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ৭৬ রান, ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
২০৭/৫
টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। ৪ বল আগে খেলা না থামলে সর্বোচ্চ রানের রেকর্ডটাও হয়তো হয়ে যেত।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ
বিপক্ষ | ভেন্যু | সাল | |
---|---|---|---|
২১৫/৫ | শ্রীলঙ্কা | কলম্বো | ২০১৮ |
২১১/৪ | ওয়েস্ট ইন্ডিজ | মিরপুর | ২০১৮ |
২০৭/৫ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
২০০/৩ | জিম্বাবুয়ে | মিরপুর | ২০২০ |
১৯৪/৫ | জিম্বাবুয়ে | হারারে | ২০২১ |
৯১
লিটন দাস ও রনি তালুকদারের জুটি, টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৯০ ছাড়ানো উদ্বোধনী জুটি আছে তিনটি।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ
রান | ওভার | জুটি | বিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|---|
১০২ | ১৩.১ | নাঈম–সৌম্য | জিম্বাবুয়ে | হারারে | ২০২১ |
৯২ | ১০.২ | লিটন–তামিম | জিম্বাবুয়ে | মিরপুর | ২০২০ |
৯১ | ৭.১ | লিটন–রনি | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
৯
বাংলাদেশের ইনিংসে ছক্কা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন দুবার। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ও ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১২টি করে ছক্কা মেরেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
২৪
বাংলাদেশের জার্সিতে প্রথম ফিফটিটা ২৪ বলে করেছেন রনি তালুকদার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের তৃতীয় দ্রুততম।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটি
বল | ব্যাটসম্যান | বিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
২০ | মোহাম্মদ আশরাফুল | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ |
২১ | লিটন দাস | ভারত | অ্যাডিলেড | ২০২২ |
২৪ | মুশফিকুর রহিম | শ্রীলঙ্কা | কলম্বো | ২০১৮ |
২৪ | লিটন দাস | ওয়েস্ট ইন্ডিজ | লডারহিল | ২০১৮ |
২৪ | আফিফ হোসেন | জিম্বাবুয়ে | মিরপুর | ২০১৯ |
২৪ | রনি তালুকদার | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
তাসকিনের ৪/১৬
• আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের সেরা বোলিং। আগের সেরা ৪/২৫, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে।
• চট্টগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা সাকিব আল হাসানের ৩/৯, ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে।
• চট্টগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং। সেরা ৫/৩, ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের।
৭–৪
৭ বলের মধ্যে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম বলের মধ্যে ৪ উইকেট নেওয়ার রেকর্ড এটি। এর আগে দুবার ৮ বলের মধ্যে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব।
বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম বলে ৪ উইকেট
বল | বোলার | বিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
৭ | তাসকিন | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
৮ | সাকিব | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ |
৮ | সাকিব | ওমান | ধর্মশালা | ২০১৬ |