ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

ডাকসু নির্বাচন বিতর্কিত ও সাজানো নাটক, পুনর্নির্বাচনের দাবি


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৩:০৩ এএম, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯    
ডাকসু নির্বাচন বিতর্কিত ও সাজানো নাটক, পুনর্নির্বাচনের দাবি
ডাকসু নির্বাচন বিতর্কিত ও সাজানো নাটক, পুনর্নির্বাচনের দাবি

ডাকসু নির্বাচনের ফলাফলের কড়া সমালোচনা করে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেছেন, ‘কোনো হলে ডাকসুর ভিপি-জিএস কত ভোট পেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা প্রকাশ করতে পারেনি। কারণ, এই ফলাফল গণভবনে তৈরি করা হয়েছে আর ভিসি ঘোষণা করেছেন সিনেট ভবনে। এই ফলাফল বিশ্ববিদ্যালয় প্রশাসন আর সরকারের ঊর্ধ্বতন মহলের লিখিত প্রেসক্রিপশনের ফলাফল। এই ফলাফলের মধ্যে ইট-পাথরের ডাকসু ভবনে শুকনো কাঠ আর পেরেকের তৈরি চেয়ারে বসে হয়তো ডাকসুকে দখল করা যাবে, কিন্তু শিক্ষার্থীদের মন জয় করা যাবে না।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ সব কথা বলেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে ছাত্রদল।


এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলে সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রদক্ষিণ করে মিছিলটি অপরাজেয় বাংলায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বক্তব্যে তাঁরা ডাকসু নির্বাচন-প্রক্রিয়াকে ‘বিতর্কিত’ ও ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে পুনর্নির্বাচনের দাবি করেন।

একই দাবিতে আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করবে ছাত্রদল।

আপনার মন্তব্য লিখুন...