ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

জামিন পেলেন খালেদা জিয়া


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১১:০৩ এএম, বুধবার, ১১ মার্চ ২০২০   আপডেট:   ০১:০৩ পিএম, বুধবার, ১১ মার্চ ২০২০  
জামিন পেলেন খালেদা জিয়া
জামিন পেলেন খালেদা জিয়া

নড়াইলে মানহানির অভিযোগে করা এক মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এ এসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে রায় দেন। এর ফলে এই মামলায় খালেদা জিয়া স্থায়ী জামিন পেলেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী কায়সার কামাল।

২০১৮ সালের ১৩ আগস্ট ওই মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে ছয় মাসের জামিন ও রুল দেন। পরে জামিনের মেয়াদ বাড়ানো হয়। রুল শুনানি শেষে আজ রায় দেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়াসার কামাল।

মানহানির অভিযোগে নড়াইলে করা মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান খালেদা জিয়া।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম। ওই মামলায় নড়াইলের আদালতে গত ৫ আগস্ট খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হয়। এরপর ওই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়া ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেন, যার ওপর ১৩ আগস্ট শুনানি হয়। শুনানি শেষে খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।

আপনার মন্তব্য লিখুন...