ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

জামাতুল আনসারের অন্যতম প্রতিষ্ঠাতা গ্রেপ্তার


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৬:০২ পিএম, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩   আপডেট:   ০৬:০২ পিএম, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩  
জামাতুল আনসারের অন্যতম প্রতিষ্ঠাতা গ্রেপ্তার
জামাতুল আনসারের অন্যতম প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার প্রতিষ্ঠাতাদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. মহিবুল্লাহ (৪৮)। তিনি  ‘ভোলার শায়েখ’ নামে সংগঠনে পরিচিত ছিলেন। পুলিশ বলেছে, মহিবুল্লাহ নতুন জঙ্গি সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহিবুল্লাহকে গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়। সেখানে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ক্রাইমের প্রধান মো. আসাদুজ্জমান বলেন, গত মঙ্গলবার রাতে রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। ২০২২ সালের শুরুর দিকে যখন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার যাত্রা শুরু হয়, তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। মহিবুল্লাহ দেশের বিভিন্ন এলাকা ঘুরে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতেন। তাঁর মাধ্যমে উদ্বুদ্ধ হয়েই ৬০ জন তরুণ কথিত হিজরতের উদ্দেশে ঘর ছেড়েছিলেন।

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জমান বলেন, মহিবুল্লাহ ১৯৯২ সাল থেকে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছেন। তিনি এক সময় হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) সঙ্গে যুক্ত ছিলেন। জঙ্গিবাদে তরুণদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তিনি সংগঠনে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখছিলেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে দিনে তরুণ জঙ্গিদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হতো। সন্ধ্যার পরে মহিবুল্লাহ তাদের সবাইকে এক কক্ষে নিয়ে জিহাদি কার্যক্রমে উদ্বুদ্ধ করতে বয়ান দিতেন।

ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগের উপকমিশনার এস এম নাজমুল হক জানান, রাজধানীর ডেমরা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মহিবুল্লাহকে ১০ দিনের রিমান্ডে চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরাধ থেকে আরও পড়ুন

অপরাধ গ্রেপ্তার পুলিশ জঙ্গি হামলা জঙ্গিবাদ

আপনার মন্তব্য লিখুন...