ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১০:০৮ পিএম, শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮    
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

শান্তিতে নোবেলজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৮০ বছর। খবর বিবিসির। কফি আনান ফাউন্ডেশন জানিয়েছে- ‘কিছুদিন রোগে ভোগার পর শনিবার 

স্বাভাবিকভাবে
 তিনি মারা গেছেন। এক বিবৃতিতে কফি আনান ফাউন্ডেশন তাকে ‘বৈশ্বিক কূটনীতিক এবং গভীর প্রতিজ্ঞাবদ্ধ আন্তর্জাতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তিনি সারা জীবন সমতা ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার জন্য লড়াই করে গেছেন।

-------------------------------------------------------
আরও পড়ুন : কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
-------------------------------------------------------

কফি আনান ফাউন্ডেশন শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টুইটারে দেওয়া এক বিবৃতিতে ফাউন্ডেশন বলেছে, শনিবার শেষ বিদায় নিয়েছেন কফি আনান। তিনি একজন অভিজ্ঞ ‘বৈশ্বিক নেতা’ ছিলেন। স্বচ্ছ ও অধিকতর শান্তিপূর্ণ পৃথিবী গড়তে সারা জীবন লড়াই করে গেছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছিলেন কফি আনান। ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে মহাসচিবের দায়িত্ব পালন করেন। সিরিয়া যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

গার্ডিয়ান বলছে, কফি আনানের জন্ম ঘানায়। ১৯৩৮ সালের ৮ এপ্রিল কুমাসি এলাকায় তাঁর জন্ম। কফি আনান ছিলেন জাতিসংঘের নিয়মিত কর্মীদের একজন। সংস্থাটির কর্মীদের মধ্য থেকে তিনিই প্রথম মহাসচিব পদে উন্নীত হয়েছিলেন।

সুইজারল্যান্ডের বার্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নোবেলজয়ী এই ব্যক্তিত্ব। এ সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী নানে এবং তিন সন্তান।

কফি আনান ফাউন্ডেশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, কফি আনান ঘানার সন্তান ছিলেন। সেই হিসেবে আফ্রিকা অঞ্চলের প্রতি বিশেষ দায়িত্ববোধ অনুভব করতেন তিনি।

মধ্যস্থতাকারী হিসেবে কফি আনান ‘স্বচ্ছন্দ’ ছিলেন বলে মন্তব্য করেছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। তাঁর দ্বিতীয় স্ত্রী হলেন নানে। স্ত্রী-সন্তানদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় থাকতেন কফি আনান।

সংস্থাটি তাদের বিবৃতিতে জানায়, যখন কেউ বিপদগ্রস্ত হয়েছে তিনি তাদের সাহায্যে এগিয়ে গিয়েছেন। তিনি তার গভীর সমবেদনা ও সহমর্মিতা দিয়ে বহু মানুষের জীবন ছুঁয়ে দিয়েছেন। তিনি সবসময় অন্যকে অগ্রাধিকার দিয়েছেন। এরমধ্য দিয়ে কফি আনানের অকৃত্রিম উদারতা, উষ্ণতা এবং প্রতিভা ফুটে উঠেছে।

প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে বিশ্বের সর্বোচ্চ কূটনীতিকের দায়িত্ব পালন করেন কফি আনান। তিনি দুই দফায় ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন ছিলেন।

পরে তিনি সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করেন। মানবিক কর্মকাণ্ডের জন্য ২০০১ সালে নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

উল্লেখ্য, কফি আনান জাতিসংঘের মহাসচিব থাকাবস্থায় ইরাক যুদ্ধ এবং এইডস (এইচআইভি) বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ে।

আপনার মন্তব্য লিখুন...