ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

চোখ বন্ধ করে উল্টো দিকে ও সমানতালে স্বরূপা দু’হাতে লিখতে পারেন ১১ ভাবে


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৫:০২ পিএম, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩   আপডেট:   ০৫:০২ পিএম, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩  
চোখ বন্ধ করে উল্টো দিকে ও সমানতালে স্বরূপা দু’হাতে লিখতে পারেন ১১ ভাবে
চোখ বন্ধ করে উল্টো দিকে ও সমানতালে স্বরূপা দু’হাতে লিখতে পারেন ১১ ভাবে

হাতেখড়ি হয়েছিল এক হাতেই। তাই একটি হাতই লেখার ক্ষেত্রে বেশি সচল। অবশ্য সচল হাতটি যদি আটকে থাকে, সে ক্ষেত্রে চেষ্টা করলে অন্য হাতটি দিয়ে কাঁপা কাঁপা ভাবে নামটুকু লিখে ফেলতেই পারেন। কিন্তু সমান তালে দুই হাতে ১১ রকম ভঙ্গিতে লিখতে পারবেন কি?

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তেমনই বিরল ক্ষমতাসম্পন্ন এক কিশোরীর ভিডিও। সেখানে দেখা গিয়েছে দেওয়ালে ঝোলানো বোর্ডে কী ভাবে চক দিয়ে অনায়াসে দুই হাতে লিখে চলেছে সে। তবে একসঙ্গে শুধু দুই হাতে লেখা নয়, ১১ রকম ভঙ্গিতে লিখতে পারে ম্যাঙ্গালুরুর বাসিন্দা, বছর ১৭-এর আদি স্বরূপা। ইংরেজি এবং কন্নড় দুই ভাষাতেই সাবলীল স্বরূপা লিখতে পারে বিপরীত দু’টি দিক থেকেও। মস্তিষ্কের দু’টি ভাগকে একসঙ্গে সমান তালে কাজ করানোর বিশেষ এই ক্ষমতা ১০ লক্ষের মধ্যে দেখা যায় মাত্র এক জনের।

স্বরূপার লেখার কৌশল সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই বিস্ময়ে হতবাক নেটাগরিকরা। কারও মতে, “তাঁর এই ক্ষমতা ঈশ্বরপ্রদত্ত।” আবার কারও মতে, “বিরলতম প্রতিভার অধিকারী স্বরূপা।”

স্বরূপার এই বিশেষ ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে, বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত করা হয় তাঁকে। দেওয়া হয় বিশ্ব সেরার তকমাও।

জীবন-যাপন থেকে আরও পড়ুন

স্বরূপা লেখার কৌশল হতবাক নেটাগরিকরা ঈশ্বরপ্রদত্ত প্রতিভা বিরলতম প্রতিভা বিশ্ব সেরা

আপনার মন্তব্য লিখুন...