ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

চাকরির বয়স ৩৫ ও অবসর ৬২ করার প্রস্তাব সংসদে


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৪:০৪ পিএম, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯    
চাকরির বয়স ৩৫ ও অবসর ৬২ করার প্রস্তাব সংসদে
চাকরির বয়স ৩৫ ও অবসর ৬২ করার প্রস্তাব সংসদে

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর ও অবসরের বয়স ৬২ বছর করার প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেনন। সংসদের আইন শাখা-২ এ ইতিমধ্যে তিনি প্রস্তাবটি জমা দিয়েছেন।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন মঙ্গলবার (১৬ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি তরুণ সমাজের দীর্ঘদিনের।


এটি আমার কাছে একটি যৌক্তিক দাবি বলে মনে হয়। এ জন্য সিদ্ধান্ত প্রস্তাবটি আনা হবে। 

তিনি বলেন, আমার সিদ্ধান্ত প্রস্তাবটি হলো- ‘সংসদের অভিমত এই যে, সরকারি-বেসরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর ও অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর করা হউক।’

আপনার মন্তব্য লিখুন...