ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

চট্টগ্রামে নিজ ঘরে মা ছেলের রক্তাক্ত লাশ


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০১:০৮ এএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০   আপডেট:   ০১:০৮ এএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০  
চট্টগ্রামে নিজ ঘরে মা ছেলের রক্তাক্ত লাশ
চট্টগ্রামে নিজ ঘরে মা ছেলের রক্তাক্ত লাশ

চট্টগ্রাম নগরে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।  সোমবার রাত সাড়ে নয়টার দিকে নগরের চান্দগাঁও থানা এলাকার রমজান আলী সেরেস্তাদারের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতেরা হলেন, গুলনাহার বেগম (৩৩) ও তার শিশুছেলে মো. রিফাত (৯)। তাঁরা আধাপাকা ওই ঘরে ভাড়া থাকতেন। নিহত গুলনাহার অন্যের বাসায় কাজ করতেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান রাতে ঘটনাস্থল থেকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। টিন শেডের সেমি পাকা একটি ঘরের ভেতর সংযুক্ত শৌচাগারে পড়ে ছিল গুলনাহারের লাশ।

তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর মেঝেতে পড়ে ছিল নয় বছরের শিশুটির লাশ। তার গলা কাটা রয়েছে। নিহত গুলনাহার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। ঘটনার সময় তাঁর বড়মেয়ে কারখানায় ছিলেন।

ওসি বলেন, কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে খুনের কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। আশপাশের লোকজনও কেউ কিছু বলতে পারছে না।

আপনার মন্তব্য লিখুন...