ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

গ্রুপ পর্ব পার হওয়ার আকুতি নিয়ে আর্জেন্টিনার গান বানানো


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১১:১১ পিএম, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২   আপডেট:   ১১:১১ পিএম, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২  
গ্রুপ পর্ব পার হওয়ার আকুতি নিয়ে আর্জেন্টিনার গান বানানো
গ্রুপ পর্ব পার হওয়ার আকুতি নিয়ে আর্জেন্টিনার গান বানানো

সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর লিওনেল মেসির আর্জেন্টিনা এখন কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে। বিশ্বকাপে নিজেদের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এখন গ্রুপের বাকি দুই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই তাদের।

কিন্তু পাঁড় আর্জেন্টিনা সমর্থকও জানেন, গ্রুপের বাকি দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য মোটেও সহজ কিছু নয়, বরং মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে এ দুই ম্যাচ সৌদি আরব ম্যাচের চেয়েও কঠিন। নিজেদের ছাপিয়ে গিয়েই এই দুই প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিতে হবে মেসি-মার্তিনেজদের। 

আর এই ম্যাচের আগে খেলোয়াড়দের উদ্দীপ্ত ও উজ্জীবিত করতে গত বৃহস্পতিবার নতুন একটি গান প্রকাশ করা হয়েছে আর্জেন্টিনায়।

গানটির শিরোনাম—‘ইন লেস দ্যান আ মিনিট, আই ক্রাই অ্যান্ড লাফ’

বিশ্বকাপ শুরুর ঠিক আগ দিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন একটি নতুন মিউজিক ভিডিওর মুক্তি দিয়েছিল। বৃহস্পতিবার মুক্তি পাওয়া নতুন গানটি আর্জেন্টাইন দলের কাছে সাফল্যের জন্য একধরনের আকুতিই।

মেসি কি পারবেন আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ডে তুলতে?

‘ইন লেস দ্যান আ মিনিট

আই ক্রাই অ্যান্ড লাফ

দ্য হার্ট বার্নিং লাইক সান

 অ্যাই ক্লোজ মাই আই’জ

 অ্যান্ড আস্ক হেভেন

অ্যান্ড হোয়্যার এভার ইউ গো

ইউ নো অ্যাই অ্যাম উইথ ইউ

অ্যান্ড ইভেন ইফ ইটস ক্লাউডি, 

আওয়ার স্কাই ইজ অলওয়েজ ব্লু।

ইউ আর রেসপনসিবল ফর মাই জয়।’

সমর্থকদের কাছে আর্জেন্টিনা দলটা যে কী, সেটিই ফুটে উঠেছে নতুন গানটিতে। হার-জিত যা-ই আসুক, সমর্থকেরা যে সব সময়ই আর্জেন্টিনা দলের সঙ্গে, সেটি বলা হয়েছে গানটিতে। একই সঙ্গে মেসিদের মনে করিয়ে দেওয়া হয়েছে, ‘ইউ আর রেসপনসিবল ফর মাই জয়’—আর্জেন্টিনা সমর্থকদের মুখে কেবল হাসি ফোটাতে পারেন দলের খেলোয়াড়েরাই।

নতুন প্রকাশিত গানে আর্জেন্টাইন দল কতটা অনুপ্রাণিত হয়েছে, সেটি বোঝা যাবে আজ শনিবার বাংলাদেশ সময় রাত একটায়। লুসাইল স্টেডিয়ামে মেসিরা বাঁচা-মরার (প্রথম রাউন্ডেই নক আউট ফিলিংস এর) লড়াইয়ে মাঠে নামবেন মেক্সিকোর বিপক্ষে।

খেলা থেকে আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ

আপনার মন্তব্য লিখুন...