ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

করোনার টিকা পাচ্ছেন পাঠাও এর সরবরাহকারীরা


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১২:০৪ পিএম, বুধবার, ৭ এপ্রিল ২০২১   আপডেট:   ১২:০৪ পিএম, বুধবার, ৭ এপ্রিল ২০২১  
করোনার টিকা পাচ্ছেন পাঠাও এর সরবরাহকারীরা
করোনার টিকা পাচ্ছেন পাঠাও এর সরবরাহকারীরা

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রায় ১ হাজার সম্মুখসারির যোদ্ধাকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির ফুড ও কুরিয়ার সার্ভিসে সেবাদানকারী কর্মীরা টিকা পাবেন। এ কার্যক্রমে সহায়তা করবে সরকারের এটুআই প্রোগ্রামের একশপ।
 গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাঠাও।


 বিজ্ঞপ্তিতে পাঠাওয়ের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, কোভিড-১৯ সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতি আমাদের মনে করিয়ে দিয়েছে মহামারির এই সময়ে সম্মুখসারির করোনা যোদ্ধাদের সংগ্রাম এখনো চলছে। পাঠাও সম্মুখসারির এসব যোদ্ধাদের স্বাস্থ্যগত নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।


 একশপ-এর টিমলিডার রেজওয়ানুল হক জামি বলেন, করোনা মহামারি মোকাবিলা ও লকডাউনের মতো পরিস্থিতিতে ই-কমার্স কর্মীদের সেবা খুবই জরুরি। জরুরি তাদের সুস্থ থাকাও। তাই আমরা ই-কমার্স খাতের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। 

আপনার মন্তব্য লিখুন...