করোনাভাইরাসের কারণে এভারেস্টে সব অভিযান স্থগিত
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৩:০৩ এএম, শুক্রবার, ১৩ মার্চ ২০২০ আপডেট: ০৩:০৩ এএম, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে সব ধরনের অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে নেপাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি বলে ঘোষণা দেওয়ার পর আজ শুক্রবার নেপাল এভারেস্টে আরোহণ বন্ধের এ ঘোষণা দেয়। এর আগের দিন চীন তাদের পাশ থেকে এভারেস্টে প্রবেশাধিকার বন্ধ করে দেয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, নেপাল দেশটির সব আবর্তে আরোহণ বন্ধ করে দিয়েছে এবং পর্যটক ভিসা দেওয়া বন্ধ রেখেছে। দেশটির সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী যোগেশ ভট্টরাই এএফপিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
যোগেশ ভট্টরাই বলেছেন, সরকার (এভারেস্টে) বসন্তের সব অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। সামনের দিনগুলোতে বৈশ্বিক প্রেক্ষাপট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।