Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩  |  Friday, 31 March 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

এমবাপ্পের জোড়া গোলের জয়ে শেষ ষোলোয় ফ্রান্স


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১২:১১ এএম, রবিবার, ২৭ নভেম্বর ২০২২   আপডেট:   ১২:১১ এএম, রবিবার, ২৭ নভেম্বর ২০২২  
এমবাপ্পের জোড়া গোলের জয়ে শেষ ষোলোয় ফ্রান্স
এমবাপ্পের জোড়া গোলের জয়ে শেষ ষোলোয় ফ্রান্স

ফ্রান্সের জন্য সমীকরণটা ছিল সোজা সাপটা। জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। কিন্তু জিততে হলে তো ডেনমার্কের রক্ষণ দেয়াল ভাঙতে হবে। প্রথমার্ধের পুরোটা সময় তুমুল চেষ্টা করেও কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরু, উসমান দেম্বেলরা সেটি পারেননি। তাড়াহুড়ায় শট নিতে গিয়ে অন্তত দুটি সুযোগ নষ্ট করেছেন এমবাপ্পেই।

কিন্তু দ্বিতীয়ার্ধেই নিজেকে পাল্টে ফেললেন পিএসজি তারকা। ঠান্ডা মাথায় ডেনমার্কের জালে বল পাঠালেন দুইবার। একবার শোধ দিলেও শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হলো ডেনিশদের। 

২-১ ব্যবধানের জয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ফ্রান্সের কাছে হেরে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ডেনমার্ক। আগের ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে ড্র করায় পয়েন্ট মোটে ১। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে। তিউনিসিয়াকে হারিয়ে পাওয়া ৩ পয়েন্টের সুবাদে শেষ ষোলোর স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়াও। 

স্টেডিয়াম ৯৭৪-এর ম্যাচটিতে শুরু থেকে দাপট দেখিয়ে খেলেছে ফ্রান্স। অলিভিয়ের জিরু ও কিলিয়ান এমবাপ্পেকে প্রথমার্ধেই একাধিক সুযোগ তৈরি করে দেন উসমান দেম্বেল। দশম মিনিটে গোলের প্রথম সহজ সুযোগটি পান জিরু। গোলসংখ্যায় থিয়েরি অঁরিকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় থাকা এই ফরোয়ার্ডকে বল পেয়েছিলেন গোলমুখের সামনে। কিন্তু বলে পা-ই লাগাতে পারেননি তিনি। পরের ভালো সুযোগটি আসে মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর সামনে। ২২তম মিনিটে ডান দিক থেকে ডি বক্সে ক্রস ফেলেন দেম্বেল। জায়গামতো থাকা রাবিও হেডও নেন ঠিকঠাকমতো। কিন্তু বলে চোখ রাখা কাসপার স্মাইকেল লাফিয়ে কর্নারের বিনিময়ে শট রুখে দেন।

বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে গেছে ডেনমার্কও। কিন্তু অরেলিয়েঁ চুয়ামেনি, রাবিওদের কাছে মাঝমাঠেই আটকে যাচ্ছিলেন মিকেল ডামসগার্ড, ইয়েসপার লিন্ডস্ট্রমরা। যে কয়েকবার ফ্রান্সের রক্ষণ চিরে ভেতরে ঢুকতে পেরেছেন, সেটিও লম্বা পাসে অতর্কিতে। তবে ড্যানিশ রক্ষণে বারবার হানা দিয়ে ভালো সুযোগ তৈরি করছিল ফ্রান্সই। সেই ধারাতে ৪০তম মিনিটে ডান পাশ থেকে লম্বা করে ডি বক্সে সামনে বল বাড়ান দেম্বেল। অরক্ষিত অবস্থায় বল পেয়ে যান এমবাপ্পে। কিন্তু তড়িঘড়ি শট নিতে গিয়ে বল তুলে দেন আকাশে। প্রথমার্ধ শেষ গোলশূন্য সমতায়।

বিরতির পরও ডেনমার্ক গোছানো পাস ধরে খেলা শুরু করে। তুলনামূলক ধীর ডেনিশদের বিপক্ষে এমবাপ্পে, আঁতোয়ান গ্রিজমান, জিরুদের খেলা ছিল গতিময়। তবে ৬০ মিনিটে এমবাপ্পের গোলটি আসে স্থির হয়ে নেওয়া শটে। পাস দেওয়া-নেওয়া করে ড্যানিশ রক্ষণে ঢুকে পড়েছিলেন থিও হার্নান্দেজ। ছোট ডি বক্সের পাশ থেকে দারুণভাবে বল পাঠান এমবাপ্পের কাছে। সামনে দাঁড়িয়ে থাকা দুই ডিফেন্ডারের ফাঁক গলে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন পিএসজি ফরোয়ার্ড।

গোল হজমের পর যেন জেগে ওঠে ডেনমার্ক। খেলায় আনে গতিও। সেই সূত্রেই ৬৮ মিনিটে চলে আসে কাঙ্ক্ষিত গোল। ক্রিস্টিয়ান এরিকসেনের কর্নার থেকে আসা বল ইওয়াকিম অ্যান্ডারসন হয়ে চলে যায় আন্দ্রেয়াস ক্রিস্টিনসেনের সামনে। খানিকটা মাথা ঝুঁকিয়ে কাছ থেকে বল জালে পাঠান বার্সেলোনায় খেলা সেন্টার ব্যাক।

তবে এই সমতা আর বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডেনিশরা। ৮৬তম মিনিটে ডেনমার্ক ডি বক্সে মাপা ক্রস বাড়ান গ্রিজমান। সুযোগের অপেক্ষায় থাকা এমবাপ্পে গোললাইনের খুব কাছ থেকে বল জড়িয়ে দেন জালে। ফ্রান্সের হয়ে শেষ ১২ ম্যাচে এটি তাঁর ১৪তম গোল।

বাকিটা সময় রক্ষণে বেশি মনোযোগ দিয়ে ডেনমার্ককে আটকে রাখে দিদিয়ের দেশমের দল।

খেলা থেকে আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপ ফুটবল ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার বিশ্বকাপ ২০২২ ডেনমার্ক কাতার বিশ্বকাপ

আপনার মন্তব্য লিখুন...