ঢাকা, মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২, ১০ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

এবার হৃতিকের মুখোমুখি দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৪:০৪ পিএম, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩   আপডেট:   ০৪:০৪ পিএম, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩  
এবার হৃতিকের মুখোমুখি দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর
এবার হৃতিকের মুখোমুখি দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। এ সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪৭৫ কোটি রুপি। এতে হৃতিকের সঙ্গে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ। এবার নির্মাতা বদলে আসতে চলেছে ‘ওয়ার’-এর সিকুয়েল। ‘ওয়ার ২’ নির্মাণ করবেন ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতা অয়ন মুখোপাধ্যায়। এ সিনেমায় হৃতিকের সঙ্গে দেখা যাবে দক্ষিণি জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরকে। তবে তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, তা জানা যায়নি। খবর বলিউড হাঙ্গামার

প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস আগেই জানিয়েছিল, টাইগার, পাঠান এবং কবীর এই তিন চরিত্রকে নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করছে তারা। ‘ওয়ার ২’ এই স্পাই ইউনিভার্সেরই একটি অংশ। 

এ সিনেমাটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা হবে। এতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে ‘পাঠান’-এর শাহরুখ খান এবং ‘টাইগার’-এর সালমান খানকে। চলতি বছরের শেষে মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘টাইগার ৩’। জানা গেছে, ‘টাইগার ৩’–এর গল্পকে অনুসরণ করবে ‘ওয়ার ২’-এর গল্প। বছরের শেষে শুরু হবে এই সিনেমার শুটিং।

বিভিন্ন সূত্র জানিয়েছে, ‘ওয়ার ২’ সিনেমা হৃতিক ও জুনিয়র এনটিআরকে মুখোমুখি হতে দেখা যাবে।

যশ রাজ স্পাই ইউনিভার্সের এ পর্যন্ত মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ ব্যবসাসফল হয়েছে। তাই আরও জমাট গল্পের বুনট ও বড় বাজেটে এক সিনেমায় ‘টাইগার’ ও ‘পাঠান’কে হাজির করতে চাইছে প্রযোজনা সংস্থাটি। ‘টাইগার’ ও ‘পাঠান’ নিয়ে একটি সিনেমার কাজ শুরু করছে যশ রাজ ফিল্মস। ২০২৪ সালের জানুয়ারিতেই শুরু হবে সিনেমাটির শুটিং। কেবল সালমান বা শাহরুখ নন, ‘ওয়ার’ সিনেমায় গুপ্তচরের চরিত্রে অভিনয় করা হৃতিক রোশনকেও কোনো একটি সিনেমায় যুক্ত করতে চাইছে যশ রাজ ফিল্মস।

গত মঙ্গলবার ‘ওয়ার ২’–এর নির্মাতা অয়ন মুখোপাধ্যায় ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরবর্তী দুই কিস্তির ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বরে আসবে ‘ব্রহ্মাস্ত্র ২’ এবং ২০২৭–এর ডিসেম্বরে আসবে ‘ব্রহ্মাস্ত্র ৩’।

বিনোদন থেকে আরও পড়ুন

বলিউড দক্ষিণী সুপারস্টার হিন্দি সিনেমা হৃতিক রোশন আরআরআর যশ রাজ স্পাই ইউনিভার্স ওয়ার ২

আপনার মন্তব্য লিখুন...