আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন তাজউদ্দীনকন্যা সিমিন
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০২:১১ এএম, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ আপডেট: ০২:১১ এএম, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার এ তথ্য জানান।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য ১৭ জন।
একটি পদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ফাঁকা হয়। এই পদে সিমিন হোসেন রিমির ঘোষণা করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে এটা করা হয়েছে বলে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে জানিয়েছেন তিনি।
আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়। সম্মেলনে মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে মেহের আফরোজ (চুমকি) এবং সাধারণ সম্পাদক পদে শবনম জাহানের নাম ঘোষণা করা হয়। মেহের আফরোজ গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।
এখন তাঁর জায়গায় দায়িত্ব পালন করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহানারা বেগম। আর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান এর আগে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।