ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন ‘থর’ অভিনেতা


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৮:১১ পিএম, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২   আপডেট:   ০৮:১১ পিএম, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২  
অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন ‘থর’ অভিনেতা
অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন ‘থর’ অভিনেতা

এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। বিশেষ করে মার্ভেল কমিকসের ‘থর’ চরিত্রে অভিনয় তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন ‘থর’-এর আগামী সিনেমাই চরিত্রটিতে তাঁর শেষ অভিনয় হতে যাচ্ছে। কেবল এটিই নয়, ক্রিস জানান তিনি অভিনয় থেকেও সাময়িক বিরতিতে যাচ্ছেন।

একটি সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ‘থর’ চরিত্রে আর অভিনয় না করার বিষয়টি জানিয়েছেন তিনি। একই সাক্ষাৎকারে তিনি কথা বলেন অভিনয় থেকে বিরতির প্রসঙ্গ নিয়েও, ‘দর্শক হয়তো আর একটা ছবিতে আমাকে ‘থর’ চরিত্রে দেখতে পারবেন। তিনি জানান, তাঁর সঙ্গে যেসব কাজের চুক্তি ছিল, তা তিনি আগেই শেষ করে ফেলেছেন। এখন একটি সিনেমার শুটিং চলছে, সেটি শেষেই তিনি বাড়ি ফিরে যাবেন।’

অভিনেতার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় বইয়ে দিয়েছেন ‘থর’ ভক্তরা। তাঁদের প্রশ্ন—কেন ক্রিস হেমসওয়ার্থ বিরতি নিচ্ছেন? কিছুদিন আগেও তিনি ডিজনি প্লাসের তথ্যচিত্র সিরিজ ‘লিমিটলেস’-এর শুটিং করেছেন। জানা গেছে, এই শুটিংয়ের সময় ক্রিস জানতে পারেন তিনি আলঝেইমারে আক্রান্ত। এ রোগে আক্রান্ত হলে স্মৃতি হারিয়ে ফেলার ঝুঁকি রয়েছে।

এই রোগের কথা জানার পরই অভিনয় থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন ক্রিস। তিনি জানান, এখন তিনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চান। সন্তানদের কাছাকাছি থাকবেন, স্ত্রীর পাশে থাকবেন। তাঁদের সঙ্গে ভালো কিছু সময় কাটাবেন। কবে আবার অভিনয়ে ফিরবেন এ ব্যাপারে কিছু বলেননি অভিনেতা।

বিনোদন থেকে আরও পড়ুন

হলিউড সিনেমা চলচ্চিত্র প্রযোজক চলচ্চিত্র অভিনয় শিল্পী তারকা ক্রিস হেমসওয়ার্থ থর

আপনার মন্তব্য লিখুন...