ঢাকা, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩  |  Tuesday, 26 September 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

অডিটর পদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০১:১২ এএম, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১   আপডেট:   ০১:১২ এএম, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১  
অডিটর পদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর
অডিটর পদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিসহ অন্যান্য অডিট অধিদপ্তরগুলোর অডিটরের (গ্রেড-১১) ৩০৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৪ হাজার ৮৩৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় থেকে সংবাদপত্রে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিসহ অন্যান্য অডিট অধিদপ্তরগুলোর অডিটরের (গ্রেড-১১) ৩০৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে গত ২২ অক্টোবর এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৪ হাজার ৮৩৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইডেন মহিলা কলেজ, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১০০০০০১১ থেকে ১১০২৪৯৫৪৯ নম্বর পর্যন্ত মোট ৪ হাজার ৮৩৪ জন প্রার্থী এ পরীক্ষয় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর নামে নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত ও মৌখিক পরীক্ষায় ব্যবহৃত হবে। প্রবেশপত্রে মুদ্রিত নির্দেশনা পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।

কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে/ নষ্ট হলে/ চুরি হয়ে গেলে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট থেকে আবার ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ এবং তল্লাশি কার্যক্রমসম্পন্ন করার সুবিধার্থে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। কোনো প্রার্থী পরীক্ষা শুরুর পর কোনোভাবেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র, বই-পুস্তক, মানিব্যাগ, স্মার্ট ওয়াচ, মুঠোফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র পরীক্ষাকেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। মাস্ক পরা ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

অন্যান্য থেকে আরও পড়ুন

চাকরিবাকরি ক্যারিয়ার চাকরির খবর সরকারি চাকরি চাকরির পরামর্শ

আপনার মন্তব্য লিখুন...