ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

৫৭ কেনিয়ান সেনাকে হত্যার দাবি আল শাবাবের


নির্বাচন ডেস্কঃ

প্রকাশিত:   ১২:০১ এএম, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭    
৫৭ কেনিয়ান সেনাকে হত্যার দাবি আল শাবাবের
৫৭ কেনিয়ান সেনাকে হত্যার দাবি আল শাবাবের

৫৭ জন কেনিয়ান সেনাকে হত্যার দাবি করেছে সোমালিয়ার আল শাবাব জঙ্গি গোষ্ঠী। দেশের দক্ষিণাঞ্চলীয় একটি প্রত্যন্ত সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ওই সেনাদের হত্যা করা হয়। 

আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠীটির দাবি তারা অর্ধ শতাধিক কেনিয়ান সেনাকে হত্যা করেছে এবং তাদের ব্যবহৃত যানবাহন এবং অস্ত্র জব্দ করেছে। 

তবে কেনিয়ান সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের হামলা প্রতিহত করা হয়েছে। সেনাঘাঁটির কোনো ক্ষতি হয়নি। এছাড়া সেনাঘাঁটিতে হামলা চালানো বেশ কয়েকজন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

গত বছর এল আদে শহরের একটি কেনিয়ান সেনাঘাঁটিতে একই ধরনের হামলা চালায় আল শাবাব জঙ্গিরা। ওই হামলায় শতাধিক সেনাকে হত্যার দাবি করে জঙ্গিরা। তবে কেনিয়ার সরকারের তরফ থেকে সেনা হতাহতের খবর অস্বীকার করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...