হাসপাতালে ১০ টাকার টিকেট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০২:০৪ এএম, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর শের-ই-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকেট কেটে চিকিৎসা নিয়েছেন।
প্রধানমন্ত্রী সকালে হাসপাতালে যান এবং চিকিৎসার জন্য কাউন্টার থেকে একটি ১০ টাকার টিকিট সংগ্রহ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগেও প্রধানমন্ত্রী ওই হাসপাতাল থেকে এভাবে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী হাসপাতালে অবস্থানকালে হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।