সিলেটে তিন তরুণকে ছুরিকাঘাত, একজন নিহত
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০২:০৪ এএম, রবিবার, ১০ এপ্রিল ২০২২ আপডেট: ০৩:০৪ এএম, রবিবার, ১০ এপ্রিল ২০২২
সিলেট নগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। এক ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম আহমদ (১৯) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম নূর মিয়া। তিনি পেশায় হোটেলশ্রমিক। এ ঘটনায় আহত দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের জের ধরে পাঁচ-ছয়জন এসে তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক নাজিম আহমদকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, একজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত ব্যক্তিদের ধরতে চেষ্টা চলছে।