ঢাকা, মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২, ১০ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

সব ধর‌নের চ্যালেঞ্জ মোকা‌বিলার জন্য প্রস্তুত আছি: র‍্যাব মহাপরিচালক


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০১:০১ এএম, সোমবার, ১ জানুয়ারী ২০২৪   আপডেট:   ০১:০১ এএম, সোমবার, ১ জানুয়ারী ২০২৪  
সব ধর‌নের চ্যালেঞ্জ মোকা‌বিলার জন্য প্রস্তুত আছি: র‍্যাব মহাপরিচালক
সব ধর‌নের চ্যালেঞ্জ মোকা‌বিলার জন্য প্রস্তুত আছি: র‍্যাব মহাপরিচালক

আসন্ন সংসদ নির্বাচন এবং থার্টি ফার্স্ট নাইট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন। রোববার রাতে রাজধানীর গুলশান-২–এর গোলচত্বর এলাকায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটে ঢাকাসহ সারা দেশে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য র‍্যাব বিশেষ ব্যবস্থা নিয়ে থাকে। একইভাবে এবারও সারা দেশে নিরাপত্তার জন্য প্রতিটি ব্যাটালিয়নে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশের তুলনায় ঢাকা শহরে অভিজাত এবং কূটনৈতিক এলাকার গুরুত্বের কথা বিবেচনা করে বিভিন্ন স্থানে তল্লাশি বসানো হয়েছে।

র‍্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন আরও বলেন, র‍্যাব সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের সাইবার দল তৎপর।

র‍্যাবের মহাপরিচালক বলেন, নতুন বছরে সবাই আনন্দ করবে, নতুন বছরকে স্বাগত জানাবে। কিন্তু সেটা উচ্ছৃঙ্খলতা পরিহার করে করতে হবে। তিনি বলেন, ‘আমরা চাই এবারের জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দরভাবে করতে পারি। আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই। কারণ, সাংবাদিকেরা যে তথ্য দিয়ে থাকে, সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।’

জাতীয় থেকে আরও পড়ুন

বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষা নিরাপত্তা র‍্যাব আইনশৃঙ্খলা

আপনার মন্তব্য লিখুন...