ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় অফিস সহকারী গ্রেপ্তার


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৩:০৩ এএম, শুক্রবার, ১৩ মার্চ ২০২০   আপডেট:   ০৩:০৩ এএম, শুক্রবার, ১৩ মার্চ ২০২০  
শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় অফিস সহকারী গ্রেপ্তার
শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় অফিস সহকারী গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলের অফিস সহকারী গ্রেপ্তার হয়েছে। আজ শুক্রবার সকালে শাজাহানপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ওই অফিস সহকারী উপজেলা বিএনপির একজন সদস্য।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, ওই স্কুলের শিক্ষিকা শ্লীলতাহানির অভিযোগ তোলেন একই বিদ্যালয়ের এক অফিস সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অভিযুক্ত অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কেন তাঁকে স্থায়ী বরখাস্ত করা হবে না, সেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে ৪ মার্চ শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই পালিয়ে যান অফিস সহকারী।

স্কুলের প্রধান শিক্ষক বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

আপনার মন্তব্য লিখুন...