ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

শাহরুখে মুগ্ধ!


নির্বাচন ডেস্কঃ

প্রকাশিত:   ০৬:১২ এএম, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬    
শাহরুখে মুগ্ধ!
শাহরুখে মুগ্ধ!

আনুশকা শর্মা বলেন, ‘শাহরুখ খান ভীষণ বুদ্ধিমান একজন মানুষ। তাঁকে আমি শ্রদ্ধা করি। চলচ্চিত্র অঙ্গনে তাঁর কেউ ছিল না, কিন্তু তিনি এখন এই রাজ্যের রাজা। কতটা মেধা থাকলে এই অবস্থানে পৌঁছানো যায়, তা আমি জানি। কারণ, এই অঙ্গনে আমারও কেউ ছিল না।’ 

শাহরুখের সঙ্গে নিজের আরও একটি মিল খুঁজে পেয়েছেন আনুশকা। সেটি হচ্ছে জীবনবোধ ও দর্শনের। এই অভিনেত্রী বলেন, ‘আমাদের মিল মূলত দর্শনগত। আমাদের যখনই দেখা হয়, আমরা সিনেমা বা অভিনয় নিয়ে কথা বলি না। আলাপের বড় অংশজুড়ে থাকে “জীবন”। শাহরুখ খান অভিজ্ঞতার ভান্ডার। তাঁর কাছ থেকে আসলেই অনেক কিছু শেখার আছে।’

স্বাভাবিকভাবে নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা নন আনুশকা। কিন্তু শাহরুখের সামনে গেলে যেন খুলে ফেলেন মনের পর্দা। প্রাণ খুলে কথা বলতে থাকেন বন্ধুপ্রতিম এই শিল্পীর সঙ্গে। আনুশকা নিজেই জানিয়েছেন সেসব। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আপনার মন্তব্য লিখুন...