ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঈশ্বরগঞ্জে আটক ১


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০২:০৯ এএম, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট:   ০২:০৯ এএম, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১  
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঈশ্বরগঞ্জে আটক ১
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঈশ্বরগঞ্জে আটক ১

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে।

আটক ওই ব্যক্তির নাম মো. শহীদুল্লাহ ফকির (৭২)। তিনি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি মহল্লার বাসিন্দা। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদুল্লাহ ফকিরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। পরে ট্রাইব্যুনালের নির্দেশে একটি তদন্তদল অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে। এর মধ্যে গতকাল তাঁকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। 

ওই দিন বিকেলেই তাঁকে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের একটি সূত্র জানায়, আগামীকাল শনিবার তাঁকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে।

ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার জানান, মুক্তিযুদ্ধের সময় শহীদুল্লাহ ফকির আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন। তিনি চরম নিষ্ঠুরতা প্রদর্শন করছেন। তাঁর বিরুদ্ধে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাটসহ মানবতাবিরোধী অভিযোগ রয়েছে। শহীদুল্লাহর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ চরনিখলা উচ্চবিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক হরিদাস ভট্টাচার্য ও তাঁর দুই সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে। এ ছাড়া ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও তিনি কিশোরগঞ্জ মহকুমায় হানাদার বাহিনীর ঘাঁটিতে অবস্থান করে পাকিস্তানের পক্ষে সভা–সমাবেশ করেছিলেন বলে অভিযোগ আছে।

আপনার মন্তব্য লিখুন...