ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

বিএনপির এমপিদের শপথের বিষয়ে সরকারের চাপ নেই: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৩:০৪ এএম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট:   ০৩:০৪ এএম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯  
বিএনপির এমপিদের শপথের বিষয়ে সরকারের চাপ নেই: প্রধানমন্ত্রী
বিএনপির এমপিদের শপথের বিষয়ে সরকারের চাপ নেই: প্রধানমন্ত্রী

বিরোধী দলগুলো থেকে নির্বাচিত এমপিদের শপথ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নির্বাচিত এমপিরা স্বেচ্ছায় শপথ নিয়েছেন। বিএনপির এমপিদের শপথ নেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে ৪টায় গণভবনে ব্রুনাই সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমানের শপথ নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা চাপ দিতে যাবো কেন? তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। জনগণের চাপ আছে তাদের ওপর। এছাড়া বিএনপি একটা রাজনৈতিক দল। অন্য কোনো দল সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।


তিনি আরো বলেন, বিএনপির প্রতিনিধি বলেছেন, সংসদে খালেদা জিয়ার জন্য কথা বলবেন। খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে বন্দি করা হয়নি। তিনি কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত। আর মামলাটা আওয়ামী লীগ নয়, তত্ত্বাবধায়ক সরকার করেছিল। মামলাটি ১০ বছর ধরে চলছে। কিন্তু সরকার আদালতকে প্রভাবিত করেনি।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিএনপি থেকে নির্বাচিত এমপিদের শপথ নিতে সরকারের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেকের নির্দেশে বহিষ্কার হচ্ছেন শপথ নেয়া বিএনপির সাংসদ জাহিদুর

দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমানকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কার করা হবে বলে জানা গেছে।

জাহিদুর রহমানের বিষয়ে সিদ্ধান্ত জানতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন। তারেক রহমানের নির্দেশেই বহিষ্কারাদেশের সিদ্ধান্ত নেয়া হয়। তবে জাহিদুর রহমানের শপথের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির নীতিনির্ধারকদের কেউ-ই কোনো মন্তব্য করতে রাজি হননি।


তারেক রহমানের সঙ্গে কথা বলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি একাধিক বৈঠকে সর্বোতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। ওইসব বৈঠকে যারা এই সিদ্ধান্ত না মেনে শপথ নেবে তাদের বহিষ্কারের বিষয়েও নেতারা একমত পোষণ করেন।

আপনার মন্তব্য লিখুন...