ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

প্রকৃতি ও প্রত্যয় এর বাইরে আর না পড়লেও চলবে


পড়াশুনা ডেস্কঃ

প্রকাশিত:   ১২:০৩ এএম, শনিবার, ২৩ মার্চ ২০১৯    
প্রকৃতি ও প্রত্যয় এর বাইরে আর না পড়লেও চলবে
প্রকৃতি ও প্রত্যয় এর বাইরে আর না পড়লেও চলবে

প্রকৃতি ও প্রত্যয় সঠিকভাবে নির্ণয় করার জন্য ব্যাংক ও বিসিএস এর প্রিলিতে কিছু মার্কস বরাদ্দ থাকে। কিন্তু সত্য হল এই যে, প্রকৃতি ও প্রত্যয় এর নিয়ম-কানুন গলধকরণ করে খুব বেশিদূর এগোনো যায় না।প্রকৃতি ও প্রত্যয় থেকে মার্কস তোলার সহজ উপায় হচ্ছে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ কতগুলো বেছে নিয়ে মুখস্ত করা। তা না হলে পরীক্ষাতে যে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে দেবে তা দেখে চন্দ্রবদনখানি ‘ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসিফুলের মত’ (বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) হয়ে যাবে। একটু কষ্ট করে, বেশি না, ২২২ টার মত গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয় মুখস্ত করে রাখলে বা কয়েকবার মন লাগিয়ে পড়ে গেলে লাভ বই লস নাই।

তাই আজ ২২২টি প্রকৃতি ও প্রত্যয় আপনাদের জন্য।

সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়: কৃৎ প্রত্যয়

শব্দ

প্রকৃতি ও প্রত্যয়

অগ্রণী = √অগ্র+নি
অধ্যয়ন = অধি + ই + অন
ইন্দ্রজিত = √ইন্দ্র+জি+দ্বিপ
উপ্ত = বপ্ + ত
কৃপণ = কৃপ্ + অন
দিব্য = দিব্ + য
দৃশ্য = দৃশ্ + য
পূজনীয় = পূজ + অনীয়
বিজ্ঞান = বি + জ্ঞা + অন
বর্ষণ = √বৃষ+অন
মুক্ত = মুচ্ + ক্ত
মুক্তি = √মুচ্+ক্তি
মুগ্ধ = মুহ্ + ক্ত
লবণ = লো + অন

সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়: তদ্ধিত প্রত্যয়

শব্দ প্রকৃতি ও প্রত্যয়
আভিজাত্য = অভিজাত + য
ইতরামি = ইতর + আমি
ঐতিহাসিক = ইতিহাস + ষ্ণিক (ইক)
কাব্য = কবি + য
গরিমা = গুরু + ইমন্
জলীয় = জল + ঈয়
তাত্ত্বিক = তত্ত্ব + ষ্ণিক
দার্শনিক = দর্শন + ষ্ণিক
দৈত্য = দিতি + ষ্ণ
দৈন্য = দিন + য
দ্রাঘিমা = দ্রাঘি + ইমন + আ
নোনতা = নুন + তা
পানসে = পানি + সা = পানসা ˃ পানসে
বৈচিত্র্য = বিচিত্র + য
মিথ্যুক = মিথ্যা+উক
মহিমা = মহৎ + ইমন
শিক্ষক = শিক্ষা + অক
শৈল্পিক = শিল্প + ইক
সাপ্তাহিক = সপ্তাহ + ষ্ণিক (ইক)
সামাজিক = সমাজ + ষ্ণিক
সাহিত্য = সাহিত + য
সাহিত্যিক = সাহিত্য + ষ্ণিক (ইক)
সৌর = সূর্য + ষ্ণ
সত্তা = সৎ + আ
স্থাপত্য = স্থপতি+য
সূর্য = সৃ + য

সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়: বাংলা কৃৎ প্রত্যয়

শব্দ

প্রকৃতি ও প্রত্যয়

আঁটুনি = আট্ + উনি
কান্না = কাঁদ্ + না
খাটানি˃খাটুনি = √খাট + আনি
দোলক = √দুল + অক
দোলাও˃দুলাও = √দুল্ + আও
নাটক = √নাট + অক
বৈঠক = √বৈঠ + অক
ভাবুক = ভাব্ + উক
মিশুক = মিশ্ + উক
মোড়ক = মুড়্ + অক
রাঁধনা˃রান্না = √রাঁধ + না
সাজোয়া = সাজ্ + উয়া

সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়: বাংলা তদ্ধিত প্রত্যয়

শব্দ

প্রকৃতি ও প্রত্যয়

একহারা = এক + হারা
কানাই = কান + আই
চাকরি = চাকর + ই
ধ্রুপদী = ধ্রুপদ + ঈ
নিমাই = নিম + আই
ভাড়াটিয়া ˃ ভাড়াটে = ভাড়া + টিয়া
মাঠুয়া ˃ মেঠো = মাঠ + উয়া
সাফাই = সাফ + আই
সতীন = সতী + ন

সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়: বিদেশী তদ্ধিত প্রত্যয়

শব্দ

প্রকৃতি ও প্রত্যয়

ওসিয়তনামা = ওসিয়ত + নামা
চালবাজ = চাল + বাজ

সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়: সংস্কৃত কৃৎ প্রত্যয়

শব্দ

প্রকৃতি ও প্রত্যয়

অধিকারী = অধি + √কৃ + ইন
অধ্যায় = অধি + √ই + অ
অনুজ = অনু + জন্ + অ
অনুষ্ঠান = অনু + √স্থা + অন
অপরাধী = অপ + √রাধ্‌ + ইন
অভিজ্ঞ = অভি + √জ্ঞা + অ
অর্চনা = √অর্চ্‌ + অন + আ
অরুন্তুদ = অরুস +√তুদ্‌ +অ
আদেশ = আ + √দিশ্‌ + অ
আদর = আ + √দৃ + অ
আদর্শ = আ + √দৃশ্‌ + অ
উক্তি = √বচ্ + ক্তি
কারক = √কৃ + ণক
কার্য = কৃ + য
কীর্তি = √কৃৎ + ক্তি
কৃতঘ্ন = কৃত + √হন্‌ + অ
করণ = √কৃ + অনট
কর্তা = √কৃ + তৃচ
কর্তব্য = √কৃ + তব্য
কর্ম = কৃ + মন
কর্ষণ = কৃষ + অন
ক্রয় = √ক্রী + অল
ক্লান্ত = √ক্লম + ক্ত
ক্লিষ্ট = ক্লিশ্ + ত
কৃষক = কৃষ্ + ণক
কৃষ্টি = √কৃষ + ক্তি
ক্ষয়িষ্ণু = √ক্ষি + ইষ্ণু
খ্যাতি = খ্যা + তি
গায়ক = গৈ + অক
গতি = গম্+ তি
গন্তব্য = √গম + তব্য
গমন = √গম + অনট
গ্রাহ্য = √গ্রহ্ + যৎ
চিত্রকর = চিত্র্‌ + √কৃ + অ
চরিত্র = √চর্‌ + ইত্র
জাগ্রৎ = √জাগ্ + শতৃ
জ্ঞাত = √জ্ঞান + ক্ত
যোগ্য = √যুজ + যৎ
ণিজন্ত = ণিচ্ + অন্ত
ত্যাগী = √ত্যজ্‌ + ইন
তৃষা = √তৃষ্‌ + অ + আ
দাতব্য = √দান + তব্য
দ্রবণ = দ্রু + অন
দুর্লভ = দুর + √লভ্‌ + অ
দর্শন = √দৃশ + অনট
দ্রষ্টব্য = √দৃশ + তব্য
দৃশ্যমান = দৃশ্ + মান
ধারণা = √ধৃ + ই + অন + আ
ধনঞ্জয় = ধন + জি + অ
নায়ক = √নী + অক
পঙ্কজ = পঙ্ক + √জন্ + অ
পাচক = √পচ + ণক
পাঠ্য = √পঠ + যৎ
পিতা = পা + তৃচ
পণ্ডিতম্মন্য = পণ্ডিত + মন + অ
পদ্য = √পদ্ + যৎ
প্রাজ্ঞ = প্র + √জ্ঞা + অ
পরিচ্ছদ = পরি + √ছদ্‌ + অ
পরিশ্রমী = পরি + √শ্রম্‌ + ইন
প্রচ্ছদ = প্র + √ছদ্‌ + অ
প্রজ্ঞা = প্র + √জ্ঞা + অ + আ
প্রতিযোগী = প্রতি + √যুজ্‌ + ইন
প্রশংসা = প্র + √শন্‌স্ + অ + আ
বক্তব্য = √বচ + তব্য
বিজ্ঞ = বি + √জ্ঞা + অ
বিশ্ব = বিশ্ব + √ভৃ + অ
বিস্তার = বি + √স্তৃ + অ
বিস্ময় = বি + √স্মি + অ
বুদ্ধি = বুধ + তি
বরণীয় = √বৃ + অনীয়
বর্তমান = √বৃৎ + শানচ
ভাস্বর = √ভাস্ + বর
ভয় = √ভী + অ
ভয়ংকর = ভয়ম্ + √কৃ + অ
ভবিষ্যৎ = √ভূ + স্যৎ
ভ্রমণ = √ভ্র + অনট
মাতা = √মা + তৃচ
মাননীয় = √মান্ + অনীয়
মৃত্যুঞ্জয় = মৃত্যু + √জি + অ
মন্ত্রী = √মন্ত্র + নিন
ম্রিয়মাণ = √মৃ + মান
লক্ষ্য = √লক্ষ + ণ্যৎ
লেখক = লিখ্ + ণক
শােক = √শুচ্ + অ
শােভা = √শুভ্‌ + অ + আ
শান্তি = √শম + ক্তি
শিক্ষা = √শিক্ষ্‌ + অ + আ
শোচনীয় = √শুচ + অনীয়
শ্বাস = √শ্বস্‌ + অ
শুভংকর = শুভ্‌ম্‌ + √কৃ + অ
শ্রাবক = √শ্রু + অক
শ্রদ্ধা = শ্ৰৎ + √ধা + অ + আ
শ্রবণীয় = √শ্রু + অনীয়
শ্রমী = √শ্রম্ + ইন
শ্লেষ = √শ্লিষ্‌ + অ
সংগঠন = সম্ + √গঠ্‌ + অন
সেবা = √সেব্‌ + অ + আ
সঞ্চয় = সম্ + √চি + অ
সত্যবাদী = সত্য + √বদ্‌ + ইন
স্তব = √স্তু + অ
সূত্রধার = সূত্র + √ধৃ + অ
স্থায়ী = √স্থা + ইন
স্নেহ = √স্নিহ্‌ + অ
সন্ধি = সম্ + √ধা + ই
স্বয়ংবর = স্বয়ং + √বৃ + অ
সভাসদ = সভা + √সদ্‌ + ০
সম্পাদক = সম্ + √পাদি + অক
সম্রাট = সম + রাজ্‌ + ০
স্মরণ = স্মৃ + অনট্
স্মরণীয় = √স্মৃ + অনীয়
সুলভ = সু + √লভ্‌ + অ
সৃষ্টি = √সৃজ + ক্তি
সুস্থ = সু + √স্থা + অ
হিংসা = √হিনস্+অ+আ
হত্যা = হন্ + য

সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়: সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

শব্দ প্রকৃতি ও প্রত্যয়
অধস্তন = অধস্‌ + তন
আকস্মিক = অকস্মাৎ + ষ্ণিক
আগ্নেয় = অগ্নি + ষ্ণেয়
আধ্যাত্মিক = অধ্যাত্ম + ই
কালিমা = কাল + ইমন
কিঞ্চিত = কিম + চিত
কৈশোর = কিশোর + ষ্ণ
কৌমার্য = কুমার + ষ্ণ্য
গাম্ভীর্য = গম্ভীর + ষ্ণ
গুণবান = গুণ + বতুপ
চাক্ষুস = চক্ষু + ষ্ণ
চন্দ্রিমা = চন্দ্র + ইমন
জ্ঞানী = জ্ঞান + ইন্
যৌবন = যুবন + ষ্ণ
তাৎক্ষণিক = তৎক্ষণাৎ+ইক
তেজস্বী = তেজস্ + বিন
দ্বৈপায়ন = দ্বীপ + আয়ন
ধার্মিক = ধর্ম + ষ্ণিক
নৈসর্গিক = নিসর্গ + ইক
পার্থিব = পৃথিবী + ষ্ণ
পিতৃব্য = পিতৃ + বৎ
পৌত্র = পুত্র + ষ্ণ
প্রামাণ্য = প্রমাণ + ষ্ণ
বক্তৃতা = বক্তৃ + তা
বার্ষিক = বর্ষ + ষ্ণিক (ইক)
বাস্তব = বস্ত + ষ্ণ
বৈজ্ঞানিক = বিজ্ঞান + ইক
বৈমাত্রেয় = বিমাতা + ষ্ণেয়
বৈশ্বজনীন = বিশ্বজন + ই
ব্রাহ্মণ, ব্রাহ্ম = ব্ৰহ্মণ্‌ + অ
ভৌগোলিক = ভূগোল + ষ্ণিক
মানব = মানব + ষ্ণ
মানবিক = মানব + ষ্ণিক
লৌকিক = লোক + ষ্ণিক
শৈশব = শিশু + ষ্ণ
শ্রীমান = শ্রী + মতুপ
সাংবাদিক = সংবাদ + ষ্ণিক (ইক)
সামুদ্রিক = সমুদ্র + ইক
সৌন্দর্য (ই স্থলে ঔ) = সুন্দর + ষ্ণ্য
সৌহার্দ = সুহৃদ + অ
স্ত্রৈণ = স্ত্রী + ষ্ণ
স্থৈর্য ( ই স্থলে ঐ) = স্থির + ষ্ণ্য
হৈমন্তিক = হেমন্ত+ষ্ণিক

এই পোস্টে আছে গুরুত্বপূর্ণ ২২২টি প্রকৃতি ও প্রত্যয়। আগামী খণ্ডে থাকছে প্রকৃতি ও প্রত্যয় এর অতিরিক্ত আরও কিছু- যেটুকু পড়লে প্রকৃতি ও প্রত্যয় আর পড়া লাগবে না

আপনার মন্তব্য লিখুন...