ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে আমরা জবাব দেব: বাইডেন


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১০:০৩ পিএম, শুক্রবার, ২৫ মার্চ ২০২২   আপডেট:   ১০:০৩ পিএম, শুক্রবার, ২৫ মার্চ ২০২২  
পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে আমরা জবাব দেব: বাইডেন
পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে আমরা জবাব দেব: বাইডেন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে এ কথা বলেন তিনি। খবর এএফপির

ব্রাসেলসের ন্যাটোর সম্মেলনে ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন জোটটির নেতারা। এই শক্তি বাড়ানোর অংশ হিসেবে ইউরোপের পূর্বাঞ্চলীয় বহরে ৪০ হাজার সেনাসদস্য পাঠানো হবে বলে একমত হন তাঁরা। এ ছাড়া রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে ন্যাটোর প্রস্তুতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

সম্মেলন শেষে পুতিনকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) যদি এটি (রাসায়নিক অস্ত্র) ব্যবহার করেন, তাহলে আমরা জবাব দেব। রাসায়নিক অস্ত্র ব্যবহারের ধরনের ওপর নির্ভর করবে আমাদের জবাব কেমন হবে।’

রুশ হামলা শুরুর পর থেকেই ন্যাটোর সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নো-ফ্লাই জোন কার্যকরেরও দাবি জানিয়ে আসছেন। জবাবে এর মধ্যেই ন্যাটোর সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশ সামরিক সহায়তা পাঠিয়েছে। গতকালের ন্যাটোর সম্মেলনে এক ভিডিও কলে একই দাবি করেন জেলেনস্কি। রাশিয়ার পরবর্তী লক্ষ্য ন্যাটো হতে পারে—এমন হুঁশিয়ারিও দেন তিনি।

চলমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন জানানোর অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ইউরোপ সফর শুরু করেছেন বাইডেন। এ ধারাবাহিকতায় আজ শুক্রবার পোল্যান্ডের জেসোভ শহর সফর করবেন তিনি। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী শহরটিতে বাইডেনকে স্বাগত জানাবেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ইউরোপ ন্যাটো যুক্তরাষ্ট্র ভ্লাদিমির পুতিন জো বাইডেন রাশিয়া ইউক্রেন সংঘাত

আপনার মন্তব্য লিখুন...