পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশের টাইগ্রেসরা
ক্রীড়া ডেস্কঃ
প্রকাশিত: ০৩:১১ এএম, রবিবার, ২১ নভেম্বর ২০২১ আপডেট: ০৩:১১ এএম, রবিবার, ২১ নভেম্বর ২০২১
ঘরের মাঠে ছেলেরা না পারলেও বিদেশের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের নারী দলকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
রোববার (২১ নভেম্বর) টস হেরে প্রথম ব্যাট করে ২০১ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তানের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে বিপদে পড়েও ফারজানা-রুমানা-সালমাদের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের ২০১ রানের জবাবে ৪৯.৪ ওভারেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
সাত বলের প্রথম তিনটিতে চার, পরের ৪ বলের মধ্যে নেই ৩ উইকেট। ৪ উইকেটে ১৫৮ রান থেকে বাংলাদেশ পরিণত হলো ৭ উইকেটে ১৬০ রানে। তখনো প্রয়োজন ছিল ২৭ বলে ৪২ রান। শেষ ১৮ বলে সে সমীকরণ গিয়ে দাঁড়াল ৩৫ রানে।
৪৮তম ওভারে ওমাইমা সোহেলকে এরপর চারটি চার মারলেন সালমা খাতুন ও রুমানা আহমেদ, দিয়ান বেগের করা পরের ওভারে এল আরও ১২ রান। সালমা ও রুমানা ভুল করেননি, ২ বল বাকি থাকতেই পাকিস্তানের মেয়েদের হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৩ উইকেটের জয় দিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল নিগার সুলতানার দল।
পাকিস্তানকে বাংলাদেশ চাপে ফেলেছিল ম্যাচের প্রথম ভাগেই। টসে জিতে ফিল্ডিংয়ে নেমে রিতু মনি ও নাহিদা আক্তারের তোপে ৪৯ রানেই ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান। সপ্তম ওভারে আয়েশা জাফর রান-আউট হওয়ার পর ২৮ রানের জুটি গড়েছিলেন মুনিবা আলী ও অধিনায়ক জাভেরিয়া খান। রিতু ভাঙেন সে জুটি। ৪২ রানে দাঁড়িয়েই পাকিস্তান হারায় আরও ২ উইকেট—রিতুর বলে ওমাইমা ক্যাচ দেওয়ার পর জাভেরিয়া ধরা পড়েন নাহিদার বলে। নিজের পরের ওভারে এসে ইরাম জাভেদকেও ক্যাচ বানান নাহিদা।
পাকিস্তান ঘুরে দাঁড়ায় এরপরই। নিদা দার ও আলিয়া রিয়াজ ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১৩৭ রান। ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে পাকিস্তানের মেয়েদের ইতিহাসে সর্বোচ্চ জুটি এটিই। ৪৯তম ওভারে সালমা খাতুনের বলে এলবিডব্লু হওয়ার আগে ১১১ বলে ৮৭ রান করেন নিদা, ইনিংসে ৮ চারের সঙ্গে ছিল ২টি ছয়। আলিয়া অবশ্য ৮২ বলে ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন।
রান তাড়ায় পঞ্চম ওভারে ১০ রানের মাথায় মুর্শিদা খাতুনকে হারিয়ে ফেলে বাংলাদেশ, আনাম আমিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন আক্তার ও ফারজানা হক যোগ করেন ৭০ রান। নাশরা সান্ধুর বলে ৬৭ বলে ৩১ রান করা শারমিন এলবিডব্লু হলে ভাঙে সে জুটি। ফারজানা টিকে ছিলেন আরও কিছুক্ষণ, শেষ পর্যন্ত ৯০ বলে ৪৫ রান করে নিদার বলে ক্যাচ দিয়ে থামতে হয় তাঁকে। এর আগেই ফেরেন ২৬ বলে ৪ রান করা অধিনায়ক নিগার সুলতানা।
পঞ্চম উইকেটে রিতুর সঙ্গে রুমানার জুটিতে ওঠে ৬১ রান। ৪৫তম ওভারে ফাতিমা সানাকে টানা তিন চার মারার পর ফেরেন রিতু, ৩৭ বলে ৩৩ রান করে। পরের ওভারে ওমাইমার পরপর দুই বলে ফেরেন লতা মন্ডল ও ফাহিমা খাতুন। তবে ৪৮তম ওভারেই ম্যাচের দৃশ্যপট বদলে দেন সালমা ও রুমানা। রুমানা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৪ বলে ৫০ রান করে, সালমা করেন ১৩ বলে ১৮ রান।