নিগার সুলতানা বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক
ক্রীড়া ডেস্কঃ
প্রকাশিত: ০৮:১১ পিএম, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ আপডেট: ০৮:১১ পিএম, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন উইকেটরক্ষক ও ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। রুমানা আহমেদের পরিবর্তে নিগার সুলতানা জ্যোতির কাঁধে দলের নেতৃত্ব তুলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা যায়, নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। যা বাংলাদেশ পুরুষ দলের বিশ্বকাপ ম্যাচ শেষেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
চলতি বছরের নভেম্বরে নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়ের হারারেতে ২১ নভেম্বর (রোববার) আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা। এর আগে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।
নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে শুক্রবার (৫ নভেম্বর) রাতে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। এর আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম।
২০১৫ সালে অক্টোবরে বাংলাদেশ ওয়ানডে দলে অভিষেক হয় নিগার সুলতানা জ্যোতির। এরপর থেকেই নিয়মিত মুখ হয়ে তিনি। ব্যাট হাতে দলের রানে অবদান রাখা ছাড়া গ্লাভস হাতে সামলান দলের উইকেটরক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ২১টি ওয়ানডে এবং ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শেরপুরের এ মেয়ে। যেখানে ওয়ানডে ফরম্যাটে ১৮ ইনিংসে জ্যোতির রান ৩৬০ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৯ ইনিংসে ব্যাট হাতে ৮৫৮ রান করেছেন। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে একটি সেঞ্চুরি (১১৩*) করেছেন এ নারী ক্রিকেটার।
বাংলাদেশ নারী দলের এশিয়াকাপ জয় করা দলের অন্যতম সদস্য ছিলেন জ্যোতি। এবার বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার আশা করছে বাংলাদেশ। যদি সেটা হয় তাহলে অধিনায়কের দায়িত্ব নিয়ে নতুন রেকর্ড গড়বেন নিগার সুলতানা জ্যোতি।
২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।
জিম্বাবুয়ের মাটিতে বাছাই পর্বের আগে স্বাগদিতদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নারী দল। ১১, ১৩ ও ১৫ নভেম্বর বুলাওয়েতে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর জিম্বাবুয়েতে বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান-জিম্বাবুয়ে-থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
২১ নভেম্বর হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ।
বাছাই পর্বে গ্রুপ ‘এ’ তে আছে- শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ।
বাছাইপর্বে প্রত্যেক গ্রুপে পাঁচটি করে মোট দশটি দল অংশ নিবে। এরপর প্রতি গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। সেখান থেকে শীর্ষ তিন দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
২০২২ সালে বিশ্বকাপের মূল পর্বে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও ভারত। বাছাই পর্বের সেরা তিন দলসহ ৮ দল নিয়ে আগামী বছরের ৪ মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই। ৩ এপ্রিল হবে নারী বিশ্বকাপের ফাইনাল।
বাছাইপর্বে বাংলাদেশ ম্যাচের সূচি :
২১ নভেম্বর: বাংলাদেশ ও পাকিস্তান (হারারে)
২৩ নভেম্বর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র (হারারে)
২৫ নভেম্বর: বাংলাদেশ ও থাইল্যান্ড (হারারে)
২৯ নভেম্বর : বাংলাদেশ ও জিম্বাবুয়ে (হারারে)
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি :
১১ নভেম্বর : প্রথম ওয়ানডে (বুলাওয়ে)
১৩ নভেম্বর : দ্বিতীয় ওয়ানডে (বুলাওয়ে)
১৫ নভেম্বর : তৃতীয় ওয়ানডে (বুলাওয়ে)
বাংলাদেশ দল :
নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, ফাহিমা খাতুন, ফারিয়া ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, খাদিজা-তু-কোবরা, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই : শারমিন সুলতানা ও সুরাইয়া আজমিম।