ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

নিউজিল্যান্ড আন্ডারডগ নয়, সেরা ক্রিকেটই খেলতে চাই


ক্রীড়া ডেস্কঃ

প্রকাশিত:   ০৬:১১ এএম, শনিবার, ১৩ নভেম্বর ২০২১   আপডেট:   ০৬:১১ এএম, শনিবার, ১৩ নভেম্বর ২০২১  
নিউজিল্যান্ড আন্ডারডগ নয়, সেরা ক্রিকেটই খেলতে চাই
নিউজিল্যান্ড আন্ডারডগ নয়, সেরা ক্রিকেটই খেলতে চাই

  ২০১৫ সাল থেকে অধিকাংশ আইসিসি ইভেন্টেরই ফাইনাল খেলছে নিউজিল্যান্ড। শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপছাড়া আর কোনোটা জয় করা সম্ভব হয়নি তাদের। যে কারণে, নিউজিল্যান্ড নামের পাশে আন্ডারডগ তকমাটা সেঁটে দিয়েছে ক্রিকেট সমর্থকরা।

তবে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আর পিছিয়ে থাকতে চান না কিউই অধিনায়ক কেনে উইলিয়ামসন। আন্ডারডগ তকমাটা নিয়েও খুব বেশি চিন্তা করছেন না তারা। শুধুমাত্র নিজেদের সেরা ক্রিকেটটা যেন ফাইনালে খেলতে পারেন, সে দিকেই লক্ষ্য রাখছেন তিনি।

ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে উইলিয়ামসন কথা বলেছেন বেশ ঠাণ্ডা মাথায়, আত্মবিশ্বাসের সঙ্গে। গ্রুপ পর্বে একমাত্র পাকিস্তানছাড়া আর কারো কাছে হারেনি নিউজিল্যান্ড। সুতরাং, ফাইনালেও যে নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত ব্ল্যাক ক্যাপসরা, সেটা অকপটে জানিয়ে দিলেন উইলিয়ামসন।

তিনি বলেন, ‘দেখুন, আন্ডারডগ তকমাটা আমাদের সঙ্গে খুব বেশি যায় না। এটা দিয়ে আমাদের বিচার-বিশ্লেষণও করা যায় না। এমনকি ফাইনালে আমরা আন্ডারডগ হিসেবেও খেলতে নামবো না। আমরা শুধু আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই। চেষ্টা করবো সেরাটা দিতে। একই সঙ্গে একটি দল হিসেবে আমরা উন্নতি করতে চাই। নানা রকমের তকমা (ট্যাগ) দেয়া হয়, এগুলোতো আসলে আমাদের নিয়ন্ত্রনে নেই।’

সেমিফাইনালের দুটি ম্যাচেরই শেষ দৃশ্যটা ছিল প্রায় একই রকম। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড- দু’দলই জিতেছে একটি করে ওভার হাতে রেখে। উইলিয়ামসন বলেন, ‘আমরা দারুণ দুটি সেমিফাইনাল দেখেছি। দুটিই প্রায় একই রকম ছিল। তবে আপনি ম্যাচের কয়েকটি মুহূর্তের দিকে তাকান, দেখবেন ওইগুলোই ছিল ম্যাচের নির্ধারক। কয়েকটি দুর্দান্ত পারফরম্যান্সিই ম্যাচের গতি পরিবর্তন করে দেয়।’

‘এ কারণেই মূলতঃ এই টুর্নামেন্টটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনি যদি স্কোরবোর্ডের দিকে তাকান, দেখবেন প্রতিটি দলেরই কেউ না কেউ ম্যাচ জয়ের বড় নির্ধারকের ভূমিকা পালন করছে।’

‘আমরা এসব দেখে শেখার চেষ্টা করেছি। সে অনুযায়ী এগিয়ে যাচ্ছি। আরও একটি সুযোগ আমাদের সামনে রয়েছে, তেমন কিছু করে দেখানোর জন্য।’

খেলা থেকে আরও পড়ুন

নিউজিল্যান্ড আন্ডারডগ সেরা ক্রিকেট খেলা

আপনার মন্তব্য লিখুন...