ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

টস জিতে আজও ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্কঃ

প্রকাশিত:   ০২:১১ পিএম, রবিবার, ২১ নভেম্বর ২০২১   আপডেট:   ০৫:১১ পিএম, রবিবার, ২১ নভেম্বর ২০২১  
টস জিতে আজও ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে আজও ব্যাটিংয়ে বাংলাদেশ

আগের দুই ম্যাচে ব্যাটিংটা ভালো হয়নি। আজ পরিস্থিতি বদলায় কি না, সেটিই এখন দেখার।  

শহিদুলের অভিষেক, বাংলাদেশ দলে তিন বদল - শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ দলে ঢুকেছেন। বাদ পড়েছেন সাঈফ হাসান, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। মোস্তাফিজ ও শরীফুলের চোট, আগের দুই ম্যাচে ব্যর্থ সাঈফকে টেস্টের প্রস্তুতির জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। 

বাংলাদেশ দলঃ

মাহমুদউল্লাহ, নাঈম শেখ, নাজমুল হোসেন, শামীম হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। 

পাকিস্তান দলে অভিষেক দাহানির, বদল চারটি - পেসার শাহনেওয়াজ দাহানির অভিষেক হচ্ছে। বাবর আজমের দলে বদল চারটি। উইকেটকিপার সরফরাজ, অফ স্পিনার ইফতিখার, লেগ স্পিনার উসমান কাদির ও দাহানি ঢুকেছেন দলে। 

পাকিস্তান দল: 

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, উসমান কাদির, হারিস রউফ ও শাহনেওয়াজ দাহানি।

বাংলাদেশের সংগ্রহ ০ ওভার শেষে ১২৪/৭ 

পাকিস্তানের টার্গেট ১২৫

পাকিস্তানের সংগ্রহ  ০  ওভার শেষে  ১২৭/৫

তাসকিন চোটে পড়ায় আর কোনো বোলার না থাকায় মাহমুদউল্লাহ এলেন শেষ ওভারে। 

প্রথম বলে রান হয়নি। দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট!  ৩ বলে ৮ রান দরকার পাকিস্তানের। হ্যাটট্রিকের সম্ভাবনা মাহমুদউল্লাহর।

নতুন ব্যাটসম্যান খুশদিল শাহ। ক্রিজে ইফতিখার। হ্যাটট্রিক নয়, হলো ছক্কা! বোলারের মাথার ওপর দিয়ে বাউন্ডারির ওপারে ফেললেন ইফতিখার। ২ বলে ২ রান দরকার পাকিস্তানের। পঞ্চম বলে আবার উইকেট! 

১ বলে দরকার ২ রান। স্ট্রাইকে বাঁহাতি ব্যাটসম্যান নওয়াজ। শেষ বলে চার মেরে পাকিস্তানকে জিতিয়ে দিলেন নওয়াজ। পাকিস্তান ৫ উইকেটে জয়ী। 

খেলা থেকে আরও পড়ুন

টস টস জিতে ব্যাটিং বাংলাদেশ ক্রিকেট

আপনার মন্তব্য লিখুন...