ঢাকা, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩  |  Tuesday, 26 September 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

ইফতার মাহফিল থেকে মোটরসাইকেল চুরি


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৯:০৪ পিএম, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২   আপডেট:   ০৯:০৪ পিএম, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২  
ইফতার মাহফিল থেকে মোটরসাইকেল চুরি
ইফতার মাহফিল থেকে মোটরসাইকেল চুরি

পীরগঞ্জ উপজেলায় ইফতার মাহফিলের সময় দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। পীরগঞ্জ উপজেলার চাপোড় কারিগরি ও বিএম কলেজসংলগ্ন নবনির্মিত মসজিদের সামনে শুক্রবার এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজের পাশে মসজিদটি উদ্বোধন উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। অনেকে মোটরসাইকেল রেখে ইফতারে যোগ দেন। এ সময় চাপোড় গ্রামের অবসরপ্রাপ্ত মাঠকর্মী ফজলুল হক ও গুয়াগাঁও হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ আবদুল গফ্ফারের বাজাজ ব্র্যান্ডের ডিসকভার-২৫ সিসি দুটি মোটরসাইকেল চুরি হয়।

মোটরসাইকেল দুটির মালিক মুঠোফোনে জানান, এ ব্যাপারে পৃথকভাবে থানায় এজাহার করা হবে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে থানায় কেউ যোগাযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

ঠাকুরগাঁও রংপুর বিভাগ পীরগঞ্জ ইফতার চুরি

আপনার মন্তব্য লিখুন...