সুশান্তের ম”রদে’হ ছুঁয়ে রিয়া যা বলেছিলেন
বিনোদন ডেস্কঃ
প্রকাশিত: ০১:০৮ এএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০ আপডেট: ০১:০৮ এএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০
সুশান্তের মৃ-ত্যু তদ’ন্তে সি’বি’আই এর হাতে তুলে দেবার পর আসল আর এক নতুন তথ্য। সুশান্ত সিং রাজপুত এর মৃ’ত্যুর পরের দিন অর্থাৎ ১৫ জুন মুম্বাইয়ের কুপার হাসপা’তালের ম’র্গে দুজন ব্যক্তির সঙ্গে প্রবেশ করেছিল রিয়া চক্রবর্তী। ভিডিও ফু’টেজ তাতে দেখা যাচ্ছে যে, রিয়া রয়েছেন সাদা পোশাকে। মাথা থেকে মুখ ঢাকা তার, সঙ্গে একজন পুরুষ, আর অন্য সাদা পোশাকের মুখ বাধা একজন নারী।
নেটিজেনদের ধারণা যে রিয়া চক্রবর্তী সাথে র পুরুষটি আর কেউ নয় তার ভাই সৌভিক চক্রবর্তী। আর তার পাশের মেয়েটি শ্রুতি মোদি। যদি এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।সুশান্তের বুকে হাত দিয়ে রিয়া চক্রবর্তী কে বলতে শোনা গেছে “সরি বাবু“। সেখানে উপস্থিত এক ব্যক্তি বয়ন দিয়েছে যে,রিয়া চক্রবর্তী সুশান্তের বুকে হাত দিয়ে আস্তে আস্তে বলেছেন “আই এম সরি বাবু”।কিন্তু কেন এই কথা রিয়া চক্রবর্তী বললেন তা নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
কিন্তু এবার প্রশ্ন হলো রিয়া কেন সুশান্তের মৃ-ত্যুর পরের দিন হাসপা’তালের ম’র্গে গেলেন? কেনই বা সেখানে ঢুকতে দিলো পুলিশ? রিয়া সুশান্তের পরিবারের কেউ নয়। নিয়ম অনুসারে মৃ’ত ব্যক্তির পরিবারের সদস্য একমাত্র ম’র্গে যেতে পারেন।কিন্তু এক্ষেত্রে রিয়া চক্রবর্তী তাঁর পরিবারের হয়ে কেন সেখানে ঢুকলেন? মুম্বাই পুলি’শের অনুমতি কি তিনি নিয়েছিলেন?
যদি নিয়ে থাকেন মুম্বাই পু’লিশ বিষয়ে কাউকে কিছু জানায়নি কেন? উল্টে পরিবারের বাইরের লোক হয়ে কিভাবে রিয়াকে তারা অনুমতি দিলেন ম’র্গে প্রবেশ করার? শুধু প্রবেশ করা নয়,সেখানে প্রায় এক ঘন্টা মত উপস্থিত থেকে সুশান্তের পো’স্টম’র্টেম এর কি কোন বিশেষ তথ্য তিনি স’রিয়ে ফেললেন? এমন কোন তথ্য যা থেকে সুশান্তের মৃ-ত্যুর তদ’ন্তে কিছু লাভ হতো?এমনকি তেমন কিছু তথ্য যা থেকে বুঝতে পারা যেত যে সুজানকে তাহলে পরিকল্পিতভাবে কি খু-ন করা হয়েছে? কারা এই পিছনে আসো ষ’ড়য’ন্ত্র করেছে ? এই সমস্ত কথাগু’লি ভাবাচ্ছে গোটা দেশকে।