ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

আজকের ম্যাচে চোখ মেসিদের


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০২:০৪ এএম, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯    
আজকের ম্যাচে চোখ মেসিদের
আজকের ম্যাচে চোখ মেসিদের

মেসিকে ছাড়াই একাদশ সাজিয়েছেন ভালভার্দে। ফলাফল— গোলের দেখা পেতে সুয়ারেজ-কুতিনহো-ডেম্বেলেদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের শেষাংশ পর্যন্ত। 

৬১তম মিনিটে ডেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ততক্ষণে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে। মেসি নেমে দু-একটা ভালো সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি। জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। মেসিদের চোখ এখন অ্যাটলেটিকো মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচের দিকে। আজ রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে অ্যাটলেটিকো হারলেই লা লিগার শিরোপা বার্সেলোনার ঘরে। অ্যাটলেটিকো না হারলেও মেসিদের খুব একটা সমস্যায় পড়তে হবে না অবশ্য। আর মাত্র ৩ পয়েন্ট হলেও তো শিরোপা ভালভার্দের শিষ্যদের।

পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময়েই বার্সেলোনার খেলোয়াড়দের পায়ে বল। অথচ বার্সেলোনা প্রথম গোলের দেখা পেয়েছে ম্যাচের ৫৪ তম মিনিটে। যদিও দ্বিতীয় গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি কাতালানদের। ৬০ তম মিনিটে সুয়ারেজের পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ৫৪ তম মিনিটে ডি বক্সের ভেতর সার্জিও রবার্তোর দুর্দান্ত পাস থেকে বল জালে জড়ান অ্যালেনা।


প্রথম গোলের কিছুক্ষণ পরই পিকে দ্বিতীয় গোলের দেখা পান। পিকের নেওয়া শট জালে জড়ানোর আগেই রেফারি বাঁশি বাজান। কারণ ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট ঠিকমতো ক্লিয়ার করার আগে আলাভেসের পিনার হাতে লাগে। ভিএআর-এর সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে বল জালে জড়াতে সমস্যা হয়নি। বার্সেলোনার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের।

পেনাল্টি থেকে গোল করেছেন সুয়ারেজ। ছবি: এএফপিপেনাল্টি থেকে গোল করেছেন সুয়ারেজ। ছবি: এএফপি

এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।


৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা এখন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট সংগ্রহ করেছে।

আপনার মন্তব্য লিখুন...