ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

৪০০ টাকা ঘণ্টায় বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৭:০৮ এএম, শনিবার, ২২ আগস্ট ২০২০   আপডেট:   ০৭:০৮ এএম, শনিবার, ২২ আগস্ট ২০২০  
৪০০ টাকা ঘণ্টায় বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি
৪০০ টাকা ঘণ্টায় বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি

চাইলে এখন প্রে’ম করাকে আপনি চাকরি হিসেবেও নিতে পারেন। উচ্চ মাধ্যমিক পাশ বেকার ছেলেদের বয়ফ্রেন্ডের চাকরি দিচ্ছে একটি সংস্থা। আর এর জন্য পারিশ্রমিক হিসেবে তারা পাবেন ২৫০ থেকে ৪০০ টাকা। এছাড়াও ছেলের যোগ্যতা অনুযায়ী বাড়তে পারে টাকার অঙ্ক। শিক্ষিত, যোগ্যতা স্মার্টনেস মিলিয়েই পারিশ্রমিক দেওয়া হবে।

জানা গেছে একাকী' মেয়েদের একাকিত্ব কাটাতে বয়ফ্রেন্ড জোগাড় করে দিচ্ছে সংস্থাটি। যে নারী বয়ফ্রেন্ড ভাড়া করবে তার নাম এবং সমস্ত তথ্য গোপন রাখা হবে।

তবে বয়ফ্রেন্ড বুক করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কোনো নারী যদি বয়ফ্রেন্ড ভাড়া করতে চান তাহলে তাকে অনলাইনের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ‘রেন্ট এ বয়ফ্রেন্ড’ নামের একটি অ্যাপের মাধ্যমে এটি করা যাবে।

তবে ভাড়ার সমস্ত টাকা ‘বয়ফ্রেন্ড’ হিসেবে কাজ করা ছেলেটি নিতে পারবে না। তার কিছু অংশ দিতে হবে ওই সংস্থাকে। 

আবার যে নারী বয়ফ্রেন্ড ভাড়া নেবে তার জন্যেও রয়েছে কিছু শর্ত। যেমন ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্টিতে যাওয়া যাবে না। তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না ইত্যাদি।

আপাতত ভারতের মুম্বাই ও পুনে শহরে এই পরিসেবা চালু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...