ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

৪০তম বিসিএস প্রিলিতে Clause আসলে ১ নাম্বার মিস নাই


পড়াশুনা ডেস্কঃ

প্রকাশিত:   ০১:০৪ এএম, সোমবার, ২২ এপ্রিল ২০১৯   আপডেট:   ০১:০৪ এএম, সোমবার, ২২ এপ্রিল ২০১৯  
৪০তম বিসিএস প্রিলিতে Clause আসলে ১ নাম্বার মিস নাই
৪০তম বিসিএস প্রিলিতে Clause আসলে ১ নাম্বার মিস নাই

আমরা বাংলারসময়ের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পড়ালেখার পোস্ট দিয়ে থাকি। যে সবের মধ্যে বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার সিলেবাস, সময়সূচি ও প্রস্তুতির কলাকৌশল সহ বিস্তারিত আলোচনা করে থাকি। আজ আলোচনা করবো Clause এর শর্টকার্ট টেকনিক নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক -

এই কঠিন Clause কিভাবে শর্টকাট পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে দু' একটি গোপন কথা বলি।


বিঃ দ্রঃ এছাড়াও যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের গ্রুপ এর সাথে যোগাযোগ করুন - Connect With Us অথবা - Check Banglarsomoy Education অথবা - Banglarsomoy Facebook Group অথবা -Join Our Educational page

বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y


Clause আছে মোট ৩ টা


1) Noun Clause 

2) Adjective Clause 

3) Adverbial Clause।


পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে। অর্থাৎ ক, খ, গ, ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে আপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় আসি। কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন।


(1) Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause। আপনাকে Verb এর আগে, পরে, পিছনে, preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না আর। শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-

(১) (That he is a criminal) is known to all.

(২) We don't know (what he is talking about.)


এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause। যেমন- (1) It is known to all. (2) We don't know it.



(2) Adjective Clause: Underlined অংশটি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause। যেমন--


(১) The boy (who doesn't know to manner) is my brother.

এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয়=The boy is my brother। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!


(3) Adverb Clause: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause।


বিঃ দ্রঃ এছাড়াও যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের গ্রুপ এর সাথে যোগাযোগ করুন - Connect With Us অথবা - Check Banglarsomoy Education অথবা - Banglarsomoy Facebook Group অথবা - Join Our Educational page

বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y

আপনার মন্তব্য লিখুন...