ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

রাজধানীর বাড্ডায় একজনকে কুপিয়ে হত্যা


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৭:০৮ এএম, বুধবার, ১৯ আগস্ট ২০২০   আপডেট:   ০৭:০৮ এএম, বুধবার, ১৯ আগস্ট ২০২০  
রাজধানীর বাড্ডায় একজনকে কুপিয়ে হত্যা
রাজধানীর বাড্ডায় একজনকে কুপিয়ে হত্যা

রাজধানীর বাড্ডায় হিরণ সরদার (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম মেরুল বাড্ডায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে হিরণকে মৃত ঘোষণা করেন।

হিরণ সর্দার বেকারি কর্মচারী ছিল। হিরণের বোন রুমা আক্তার জানান, তিনি (হিরণ) বনশ্রীর বাসা থেকে বেরিয়ে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় গিয়েছিলেন। সেখানে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়েছে। ‘নোয়াখাইল্লা বাড়ির’ বাউন্ডারির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হিরণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, হিরণের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

হিরণের ভাগনে মো. ইমন জানান, তাঁর মামার সঙ্গে কারও বিরোধ থাকতেও পারে। তিনি নিশ্চিত নন।

মৃত হিরণ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে। পাঁচ বোন চার ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। এক ছেলে এক মেয়ের জনক হিরণ। স্ত্রী নিপা আক্তার ও দুই সন্তানকে নিয়ে তিনি বনশ্রীতে থাকতেন।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, হিরণের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ঢাকার একাধিক থানায় মামলা ছিল। অন্তর্দ্বন্দ্বের কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...