ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

মাধ্যমিক কারিকুলামে ‘শাহানা’ কার্টুন যুক্ত করার নির্দেশ


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১১:১২ পিএম, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১   আপডেট:   ১১:১২ পিএম, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১  
মাধ্যমিক কারিকুলামে ‘শাহানা’ কার্টুন যুক্ত করার নির্দেশ
মাধ্যমিক কারিকুলামে ‘শাহানা’ কার্টুন যুক্ত করার নির্দেশ

মাধ্যমিক কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজনন স্বাস্থ্য, অধিকার ও সবার জন্য জেন্ডার সমতা নিয়ে নির্মিত ‘শাহানা’ কার্টুনের নির্বাচিত এপিসোড শ্রেণিকক্ষে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এটিকে ষষ্ট থেকে নবম-দশম শ্রেণির অধ্যায়ের সঙ্গে ব্যবহারের কথাও বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএফপিএ (জাতিসংঘের জনসংখ্যা ফান্ড) নির্মিত ‘শাহানা’ কার্টুনের বিষয়বস্তু বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য জেন্ডার সমতা।

সংযুক্ত পাঠপরিকল্পনা ও গাইডলাইন অনুযায়ী, শাহানা কার্টুন ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির জাতীয় কারিকুলামের সহায়ক শিক্ষা উপকরণ হিসেবে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহার করা হবে। এরইমধ্যে কার্টুনটির সিডি (কমপ্যাক্ট ডিস্ক) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠনে বিতরণের লক্ষ্যে সব জেলা শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার সমতা বিষয়ক তথ্য কার্যকরীভাবে জানানোর লক্ষ্যে শাহানা কার্টুনের ছয়টি পর্ব সংযুক্ত পাঠপরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী সব মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির সংশ্লিষ্ট অধ্যায়ের সঙ্গে ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান মাউশি নারী স্বাস্থ্য

আপনার মন্তব্য লিখুন...